E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধানমন্ত্রীর জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন

২০২২ সেপ্টেম্বর ২৭ ১৭:২৬:০৯
প্রধানমন্ত্রীর জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক : সংকট, চড়াই-উতরাই পেরিয়ে ৭৫ বছর অতিক্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন। তার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

জাতীয় জীবনের বহুক্ষেত্রে সাফল্য এসেছে তার সময়ে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানসূচি সেজেছে নতুন সাজে।

এদিন বিটিভিতে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হবে। এক মেইল বার্তায় এমনটাই জানিয়েছে জাতীয় গণমাধ্যমটির অনুষ্ঠান বিভাগ।

বিশেষ অনুষ্ঠান ‘কৃষকের হৃদয়ে শেখ হাসিনা’ প্রচারিত হবে সকাল ১০টা ১০মিনিটে। বিশেষ অনুষ্ঠান ‘গম্ভীরা’ প্রচারিত হবে দুপুর ১২টা ৪০মিনিটে। দুপুর ১টা ৪০মিনিটে প্রচারিত হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। চলচ্চিত্র ‘হাসিনা: এ ডটার’স টেল’ প্রচারিত হবে বিকের ৩টা ৩০মিনিটে।

কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল ৫টা ৪৫মিনিটে। সন্ধ্যা ৬টা ২০মিনিটে প্রচারিত হবে আলেখ্য অনুষ্ঠান। রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ তথ্যচিত্র ‘জয়তু মাননীয়’। রাত ৮টা ৪০মিনিটে থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘শুভ জন্মদিন দেশরত্ন’। রাত ১০টা ২০মিনিটে থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘সাফল্যের সরকার’।

এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে প্রচারিত হবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা কার্ড, গান ও ইনফোগ্রাফিক্স।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test