E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাত হাজার পর্বে তৃতীয় মাত্রা

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৮:৪৮:০৫
সাত হাজার পর্বে তৃতীয় মাত্রা

বিনোদন ডেস্ক : সাত হাজার পর্ব পূর্ণ করলো জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রা। চ্যানেল আইতে প্রতিদিন প্রচারিত এ টকশো বিশ্বের দীর্ঘসময় ধরে প্রচারিত সাতটি টকশোর অন্যতম।

এ টকশোর যাত্রা শুরু ২০০৩ সালের ১৭ জুলাই। কম সময়েই দেশের সবচেয়ে জনপ্রিয় টকশো হয়ে ওঠে তৃতীয় মাত্রা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত হাজার পর্বটি সম্প্রচার হবে শনিবার (১ অক্টোবর)। বাংলাদেশের বাকস্বাধীনতা অক্ষুণ্ন রাখতে আগামী দিনেও তৃতীয় মাত্রার ভূমিকা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের।

তৃতীয় মাত্রা মূলত রাজনীতিনির্ভর হলেও সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্যসহ প্রতিটি বিষয়ে এ অনুষ্ঠানে আলোচনায় নিয়মিত অংশ নিয়ে থাকেন দেশের কৃতী মানুষরা।

রাষ্ট্রনায়ক, রাজনীতিক, আইন প্রণেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, উদ্যোক্তা, নারী, তরুণসহ যারা নিজ নিজ ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করেন তাদের প্রায় সবাই তৃতীয় মাত্রায় অংশ নিয়ে প্রাণবন্ত করে তুলেছেন অনুষ্ঠানটি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test