E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মা হয়ে লুকিয়ে রাখাটা নোংরামি: জ্যোতিকা জ্যোতি

২০২২ সেপ্টেম্বর ২৯ ১৮:৫৫:১৩
মা হয়ে লুকিয়ে রাখাটা নোংরামি: জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফেসবুকে নিজের বেবি বাম্পের দুটি ছবি প্রকাশ করেছেন নায়িকা বুবলী। এই নিয়ে চলছে আলোচনা- সমালোচনা। এরই ধারাবাহিকতায় কারও নাম উল্লেখ না করলেও বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, মা হওয়ার জন্য আজকাল বাবা জরুরি নয়, অনেক পদ্ধতি রয়েছে। ঠিকঠাক সঙ্গী না পেলে আমিও সিঙ্গেল মাদার হওয়ার কথা ভাববো। তবে মা হয়ে লুকিয়ে রাখাটা নিজেকে যাচ্ছেতাই রকমের ছোট করা, নোংরামি।

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এই অভিনেত্রী আরও লেখেন, জানি না এরা কী ধরনের পারসোনালিটি নিয়ে বাঁচে! জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গর্বের অধ্যায়টা একজন নারী কী করে গোপন করে বুঝে আসে না! আর এসব লুকানো বাবাদের নিয়ে তো কথা বলাই উচিত নয়, এরা মানুষ হিসেবে গোনার বাইরে। মানুষ হিসেবে পূর্ণাঙ্গ বিকশিত না হয়ে আরেকটা মানুষ পৃথিবীতে আনার কী দরকার!

এদিকে সিনেমায় ক্যারিয়ার গড়ায় মনোযোগী জ্যোতিকা জ্যোতি। তার অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। করোনার আগেই দুটি সিনেমার কাজ শেষ করেছিলেন এই অভিনেত্রী। এগুলো হলো নুরুল আলম আতিকের পরিচালনায় ‘মানুষের বাগান’ এবং হোসনে মোবারক রুমীর পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায়।

এছাড়া কিছু দিন আগে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২২)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test