E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোহাগ রেজা’র লেখায় কন্ঠ দিলেন নিশীতা

২০২২ নভেম্বর ০১ ১৫:৫৭:২৩
সোহাগ রেজা’র লেখায় কন্ঠ দিলেন নিশীতা

স্টাফ রিপোর্টার : ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ সংগীত প্রতিযোগিতায় রানারআপ ও দেশের তরুণ প্রজন্মের খুব জনপ্রিয় শিল্পী এবং সিনেমায় প্লেব্যাকের বিশিষ্ট সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া। এই সংগীত শিল্পীর কন্ঠের আলাদা যাদুর স্পর্শে খুব সহজেই বিভিন্ন শ্রেণীর শ্রোতার হৃদয় জয় করে নিয়েছেন। এবার বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ ওরফে সোহাগ রেজা’র লেখা গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নিশীতা বড়ুয়া।

'আকাশ নীলে মেঘের কোলে, মেঘের কোল আকাশ নীলে, কিসের আনা-গোনা, কোনসে ভুলে এই অকূলে বাড়ায় যাতনা' - বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে সম্প্রতি এমন কথা মালায় সাজানো এ গানটি রেকর্ড করা হয়। ভিন্ন ধাঁচের এই গানটিতে সুর করেছেন রুমন হায়াত, প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান, সার্বিক নির্দেশনায় ছিলেন শ্যামল চৌধুরী।

ইতোমধ্যে দেশের ‘বাংলা সংগীতের কিংবদন্তী সংগীত শিল্পী সামিনা চৌধুরী, সংগীত শিল্পী আগুন, সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা থেকে শুরু করে তরুণ প্রজন্মের রন্টি দাশ, রাজা বশীর, হুমায়রা বশীর, আফসানা রুনা, বাবু সরকার, প্রণব চক্রবর্তী পার্থ সহ অন্যান্য জনপ্রিয় শিল্পীরা আমার লেখা গানে কণ্ঠ দিয়েছেন— এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার, আর শ্রোতাদের জন্য তো বটেই,’— বলেন মো. তাজুল ইসলাম সোহাগ।

গানটির দর্শক প্রিয়তার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ বলেন, 'বাস্তবতার থিমে সহজ-সরল শব্দে গানটির কথাগুলোতে গায়কী, সুর ও ছন্দের মিশেলে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে, যারা সুরেলা গান পছন্দ করেন তাদের মন ছুঁয়ে যাবে এমনকি সকল শ্রেণির শ্রোতাদের হৃদয়ে স্হান করে নিবে বলে আমার বিশ্বাস।'

(পিএস/এসপি/নভেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test