E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধারাবাহিকে পার্থ-অপর্ণা

২০১৪ অক্টোবর ১৮ ১১:৩৪:১৬
ধারাবাহিকে পার্থ-অপর্ণা

বিনোদন ডেস্ক : এর আগে বিভিন্ন খণ্ড নাটকে জটিবদ্ধ হয়ে পার্থ বড়ুয়া ও অপর্ণা অভিনয় করলেও, এবারই প্রথম ধারাবাহিক নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা দুজন। জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার কাছ থেকে শোনা গল্প অবলম্বনে ইমরাউল রাফাত রচনা করেছেন ‘রাব্বু ভাইয়ের বউ’ ধারাবাহিক নাটকটি। নাটকটি নির্দেশনাও দিয়েছেন তিনি। এই ধারাবাহিক নাটকেই রাব্বু চরিত্রে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া এবং তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা।

অপর্ণা প্রসঙ্গে সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া বলেন, ‘খুব সহযোগী মনোভাবপন্ন একজন শিল্পী অপর্ণা। শুটিং চলাকালীন সময়ে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করে সহজে কাজের মাঝে ডুবে থাকেন। রাব্বু ভাইয়ের বউ নাটকের মূল কাহিনী কিন্তু তাকে ঘিরেই। তো আমি মনে করি সবকিছু ঠিকঠাকভাবে চললে এই নাটকটি তার ক্যারিয়ারের মাইলফলক একটি নাটক হতে পারে।’ অপর্ণা বলেন, ‘পার্থ দার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা সবসময়ই অনেক ভালো। আমরা দুইজনই চট্টগ্রামের বলে এমন হয় কী না আমার জানা নেই। শুটিং চলাকালীন সময়ে কাজের বাইরেও দাদা সময়টাকে এত উপভোগ করেন যে সহশিল্পীরাও তাতে অংশ না নিয়ে পারে না। ভীষণ আন্তরিক একজন শিল্পী তিনি।’
ইমরাউল রাফাতের আগে ৩৯টি খণ্ড নাটক নির্মাণ করলেও তার রচনা ও পরিচালনায় ‘রাব্বু ভাইয়ের বউ’-ই তার প্রথম ধারাবাহিক নাটক। আজ থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টায় চ্যানেল নাইনে নাটকটি প্রচার শুরু হবে। পার্থ বড়ুয়া ও অপর্ণা প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘শেষ দুই দিন’ নাটকে। তবে তারা দুজন জুটিবদ্ধ হয়ে প্রথম অভিনয় করেন ইমরাইল রাফাতের নির্দেশনায় ‘মেড ইন চিটাগাং’ নাটকে। এরপর আরও বেশ কয়েকটি নাটকে তারা দুজন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। এদিকে পার্থ বড়ুয়া জানান, এখন থেকে তিনি আর গড়পড়তা নাটকে অভিনয় করবেন না। এ ব্যাপারে মূলত তার সহকর্মীরাই তাকে পরামর্শ দিয়েছেন। এখন থেকে বেছে বেছে কাজ করবেন তিনি। আগামী কিছুদিন তার অ্যালবামের কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে অপর্ণা আসছে ৩০ অক্টোবর থেকে আবারও ‘সুতপার ঠিকানা’ ছবির কাজ শুরু করবেন। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত ‘ইচ্ছেঘুড়ি’ এবং একুশে টিভিতে প্রচার হচ্ছে ‘ভালোবাসা কারে কয়’ ধারাবাহিক নাটক দুটি।
(ওএস/এইচআর/অক্টোবর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test