E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘গাড়িওয়ালা’

২০১৪ অক্টোবর ২০ ১২:৪৭:২২
২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘গাড়িওয়ালা’

বিনোদন ডেস্ক : সরকারি অনুদানের চলচ্চিত্র আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ আগামী ১০ নভেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ‘২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এ শিশুতোষ চলচ্চিত্র হিসাবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ৮ দিনব্যাপী এই উত্সবে বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘গাড়িওয়ালা’ দুই ভাই এবং তাদের মায়ের গল্প।

গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই, জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কশাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প এটি। সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আবদুর রহমান রাজীব, মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ।

(ওএস/এইচআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test