E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ব্যথিত দৃশ্যের পর’-এ বন্যা, তুষ্টি ও নাদিয়া

২০১৪ অক্টোবর ২০ ১২:৫১:২৯
‘ব্যথিত দৃশ্যের পর’-এ বন্যা, তুষ্টি ও নাদিয়া

বিনোদন ডেস্ক : ‘ব্যথিত দৃশ্যের পর’ একটি বিশেষ টেলিফিল্ম। টেলিফিল্মটি রচনা করেছেন সাগর জাহান এবং নির্মাণ করছেন হিরন জামান। এই টেলিফিল্মে একসঙ্গে এবারই প্রথম কাজ করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা, শামীমা তুষ্টি ও সালহা খানম নাদিয়া।

এর আগে বন্যা মির্জা ও শামীমা তুষ্টি একসঙ্গে অনেক নাটকে কাজ করলেও তাদের সঙ্গে নাদিয়ার কখনোই কাজ করা হয়ে ওঠেনি। হিরন জামানের ‘ব্যথিত দৃশ্যের পর’ টেলিফিল্মেই তারা প্রথমবারের মতো কাজ করছেন। বন্যা মির্জা বলেন, ‘টেলিফিল্মের স্ক্রিপ্টটি খুব ভালো। তুষ্টি অনেক মিষ্টি মেয়ে। তার সঙ্গে অনেক নাটকে কাজ করেছি। নাদিয়ার সঙ্গে প্রথম হলেও সেও বেশ ভালো অভিনয় করছে।’ শামীমা তুষ্টি বলেন, ‘বন্যা আপু আমার বড় বোনেরই মতো। তার কাছে অভিনয়ের অনেক কিছুই শিখেছি আমি। তিনি আমার এমন প্রিয় একজন অভিনেত্রী, যার ওপর আমি সাধারণত নির্ভর করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। টেলিফিল্মে আমি, বন্যা আপু ও নাদিয়া কাজটি বেশ উপভোগ করছি।’ নাদিয়া বলেন, ‘বন্যা আপু কিংবা তুষ্টি আপু, দুজনের সঙ্গেই কাজ করতে পারছি তা সত্যিই আমার অনেক ভালো লাগার।’ ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ব্যথিত দৃশের পর’ নাটকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও সাজু খাদেম। বন্যা মির্জা ও তুষ্টি প্রথম একসঙ্গে অভিনয় করেন সালাহউদ্দিন লাভলু পরিচালিত ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকে। এরপর সৈয়দ আওলাদের ‘সাত সওদাগর’সহ আরও বেশ কিছু নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। বন্যা মির্জা সর্বশেষ দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘হেডমাস্টার’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত অন্য উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে মোরশেদুল ইসলামের ‘শরত্ ৭১’, তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ এবং বদরুল আনাম সৌদের ‘খণ্ডচিত্র ৭১’। এদিকে শামীমা তুষ্টি প্রথমবারের মতো গত ঈদে নির্মাণ করেন ‘যাবে আমার সাথে’ নাটকটি। এটি চ্যানেল নাইনে প্রচার হয়। নাদিয়ার ‘হারানো সুর’ নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে যাত্রা শুরু হতে যাচ্ছে।
(ওএস/এইচআর/অক্টোবর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test