E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫০ বছরের নির্বাচিত সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব

২০২৩ মার্চ ১৫ ১৩:১৩:২৭
৫০ বছরের নির্বাচিত সিনেমা নিয়ে চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক : ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ দেশের স্বাধীনতার পর বিগত ৫০ বছরে নির্মিত কাহিনি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ বাছাই করে ‘বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র উৎসব’-এর আয়োজন করবে। বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বাধীন সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে উৎসবটি করা হবে।

১৪ মার্চ বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন এ প্রসঙ্গে জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১৮ অক্টোবর থেকে ২৮ পর্যন্ত উৎসবের আয়োজন করা হবে। তিন বিভাগ থেকে নির্বাচিত ৩০ নির্বাচিত সিনেমাকে ‘বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্র’ সম্মাননা দেওয়া হবে বলে জানা গেছে।

৫০ বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র বাছাইয়ের জন্য ৫ সদস্যবিশিষ্ট বাছাই কমিটি গঠন করা হয়েছে, বাছাই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্র-গবেষক ও লেখক অনুপম হায়াৎ। চলচ্চিত্র নির্বাচনের জন্য ১১ সদস্যবিশিষ্ট জুরি কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন মুস্তাফা মনোয়ার।

এর আগে বছরব্যাপী উদযাপনের উদ্বোধন করা হবে ১৯ মার্চ, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীও থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

২৮ অক্টোবর বছরজুড়ে উদযাপন শেষ হবে। সেদিন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে বছরজুড়ে আয়োজনের অংশ হিসেবে ৮ থেকে ১৭ জুন পর্যন্ত ‘চলচ্চিত্র সংসদকর্মীদের নির্মিত চলচ্চিত্রের উৎসব’, সেপ্টেম্বরে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনবিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে।

জাতীয় উদযাপন পরিষদের আহ্বায়ক ও নির্মাতা মোরশেদুল ইসলাম চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম জ্যেষ্ঠ সংগঠক সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশে যে ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, তার ৯০ শতাংশই এই আন্দোলনের সঙ্গে যুক্ত নির্মাতারা নির্মাণ করেছেন।’

চলচ্চিত্র সংসদ আন্দোলনবিষয়ক ধারণা দিতে দেশের ১০টি জেলায় চলচ্চিত্র শিক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। কর্মশালাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, রংপুর, খুলনা, কুষ্টিয়া ও রাঙামাটিতে।

চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশনের ৫০ বছর উপলক্ষে চলচ্চিত্র সংসদ আন্দোলনবিষয়ক একটি প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংসদকর্মী অদ্রি হৃদয়েশ।

মোরশেদুল ইসলাম, বেলায়েত হোসেন মামুন ছাড়াও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি লায়লুন নাহার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মার্চ ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test