E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি

২০২৩ মার্চ ২৪ ১৮:৩৪:১৮
এবারও ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত নায়িকা মাহি

বিনোদন ডেস্ক : সন্তান সম্ভবা হওয়ায় সিনেমা থেকে আপাতত দূরে আছেন সবার প্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি নতুন করে আলোচনায় আসেন। গ্রেপ্তারের দিনেই পেয়েছেন জামিন। এরমধ্যেই এবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে এই নায়িকাকে।

গত বছর ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি তার ইচ্ছায় শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট, নাম ফারিশতা রেস্টুরেন্ট।

রমজানের প্রথম দিন শুক্রবার (২৪ মার্চ)। এদিন বিকেল প্রায় ৪টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। এসময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো’। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, ‘গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’

(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ জুন ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test