E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আখম হাসান-জাহের আলভীর ‘ফাঁপড়’

২০২৪ জানুয়ারি ০৪ ১৭:৪৭:০৯
আখম হাসান-জাহের আলভীর ‘ফাঁপড়’

বিনোদন ডেস্ক : নতুন বছরের শুরুতেই আসছে নির্মাতা ফরিদুল হাসানের নতুন ধারাবাহিক নাটক ‘ফাঁপড়’। মহল্লার কয়েকজন তরুণ-তরুণী নিজেদের বড় করে দেখাতে বিভিন্নভাবে একে অপরের সাথে ফাঁপরবাজী করতে থাকে প্রতিনিয়ত। এ ধরনের ফাঁপরবাজীর বিভিন্ন হাস্যরসাত্নক দিক তুলে ধরেই প্রচারে আসছে নাটক ‘ফাঁপড়’।

আগামী ৯ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে এ ধারাবাহিকটি। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় ধারাবাহিকটি প্রযোজনা করেছেন প্রচেষ্টা অ্যাড মিডিয়ার কর্ণধার মোজাফ্ফর হোসেন দিপু।

‘ফাঁপর‘ নাটকটির গল্প ঢাকা শহরের একটি মহল্লাকে ঘিরে। যেই মহল্লার কয়েকজন তরুণ তরুণী নিজেদের বড় করে দেখাতে বিভিন্নভাবে একে অপরের সাথে ফাঁপরবাজী করতে থাকে প্রতিনিয়ত। এখানে কেউ যেন হারতে রাজী নয়। এর ফলে একের পর এক সমস্যা সৃষ্টি হয়।

‘ফাঁপড়’ নাটকটিতে এমনই দুই ফাঁপড়বাজ বদরুল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান এবং মজনু চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী। ফাঁপড়বাজীতে এ দুইজন কেউ কারও চেয়ে কম নয়।

নাটকটি সম্পর্কে নাট্যকার জাকির হোসেন উজ্জ্বল বলেন, ‘ফাঁপর’ নাটকটি সমসাময়ীক বিষয় নিয়ে লেখা। যেটাকে আমরা নাটকের ভাষায় ‘ট্রেন্ডি’ বলে থাকি। হাস্যরসাত্নকভাবে গল্প এগিয়ে গেলেও সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা থাকবে এ নাটকে।

পরিচালক ফরিদুল হাসান মনে করেন এ সময়ে যারা নাটক দেখে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখেই ‘ফাঁপড়’ নাটকটি নির্মাণ করা হয়েছে।

ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, ডা. এজাজুল ইসলাম, ফারজানা আহসান মিহি, স্বর্ণলতা, ওয়ালিউল হক রুমী, শহিদুল্লাহ সবুজ, সিয়াম নাসির, তন্ময় সোহেল, আমীন আজাদ, নাফিসা, আনোয়ার শাহী, সঞ্জিব আহমেদসহ আরও অনেকে।

(ওএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test