E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোটযুদ্ধে বিনোদন জগতে যারা হারলেন, যারা জিতলেন

২০২৪ জানুয়ারি ০৮ ১৩:০৮:২১
ভোটযুদ্ধে বিনোদন জগতে যারা হারলেন, যারা জিতলেন

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েই বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হলেন আসাদুজ্জামান নূর। এক লাখেরও বেশি ভোটে জিতেছেন তিনি।

তবে বিনোদন জগতের তারকাদের নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়ে হারের তালিকায় নাম লিখিয়েছেন নায়িকা মাহিয়া মাহি। এছাড়া হেরে গেলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

ঢাকা-১০ আসনে নৌকার বিজয় এনে দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। ৩ লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে তাকে ভোট দিয়েছেন ৬৫ হাজার ৮৯৮ জন। এর শুরুটা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

নির্বাচনে ফেরদৌসের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট। দুইজনের ব্যবধান ৪৩ হাজার ৮৪১ ভোটে।

প্রথমবার প্রার্থী হয়ে ফেরদৌস জিতলেও পারেননি মাহি। রাজশাহী-১ আসনে ভরাডুবি হয়েছে তার। ১৫৮টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহি ভোট পেয়েছেন নয় হাজার নয়টি। তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ভোট।

জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মমতাজ। মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনি। তিনবারের এমপি ছিলেন মমতাজ। ১৯৩টি কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর নৌকা প্রতীকে মমতাজের বাক্সে পড়েছে ৭৮ হাজার ২৬৯ ভোট।

জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নূর। নীলফামারী-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন অভিনেতা। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে ১ লাখ ৩ হাজার ৬৫৫ ভোটের বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। নূর পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে জয়নাল পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

এদিকে জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী ডলি সায়ন্তনী।

(ওএস/এএস/জানুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test