E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমি অ‍্যাওয়ার্ডস পেলেন যারা

২০২৪ জানুয়ারি ১৬ ২২:২৫:৩২
এমি অ‍্যাওয়ার্ডস পেলেন যারা

বিনোদন ডেস্ক : টেলিভিশনের আলোচিত অ‍্যাওয়ার্ড শো হচ্ছে- ‘এমি অ‍্যাওয়ার্ডস’। চলতি বছরও অনুষ্ঠিত হয়েছে ‘এমি অ‍্যাওয়ার্ডস- ২০২৪’-এর আসর। টেলিভিশন শো, লিমিটেড সিরিজ অথবা টিভি ফিল্মসের মধ‍্যে কারা পেয়েছে শীর্ষ স্থান, একনজরে তা দেখে নেওয়া যাক।

জানা গেছে, ‘দ্য হোয়াইট লোটাস’, ‘দ্য লাস্ট অফ আস’, ‘সেকসেশন’, ‘দ্য বিয়ার অ্যান্ড বিফ’ ছিল চলতি বছরের শীর্ষ তালিকায় স্থান পাওয়া শো। এবার দেখে নেওয়া যাক ‘এমি অ‍্যাওয়ার্ডস’ বিজয়ী হয়েছেন যারা-

সেরা কমেডি সিরিজ: ‘দ্য বিয়ার’।
কমেডি সিরিজে সেরা অভিনেতা: জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)।

কমেডি সিরিজে সেরা অভিনেত্রী: কুইন্টা ব্রুনসন (অ্যাবট এলিমেন্টারি)।
কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা: ইবন মস-বাচরাচ (দ্য বিয়ার)।

কমেডি সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী: আয়ো এদেবিরি (দ্য বিয়ার)।
সেরা ড্রামা সিরিজ: সাকসেশন
ড্রামা সিরিজে সেরা অভিনেত্রী: সারাহ স্নুক (সাকসেশন)।

ড্রামা সিরিজে সেরা অভিনেতা: কাইরান কালকিন (সাকসেশন)।
ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা- ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)।

ড্রামা সিরিজে সেরা পার্শ্ব অভিনেত্রী: জেনিফার কুলিজ (দ্য হোয়াইট লোটাস)।
ড্রামা সিরিজের জন্য সেরা গল্প: সাকসেশন।

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেত্রী: আলি ওং (বিফ)।
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা অভিনেতা: স্টিভেন ইয়ুন (বিফ)।

লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেতা: পল ওয়াল্টার হাউসার (ব্ল্যাক বার্ড)।
লিমিটেড বা অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভিতে সেরা পার্শ্ব অভিনেত্রী: নিসি ন্যাশ-বেটস (ডাহমার), মনস্টার: দ্য জেফরি (ডাহমার স্টোরি)।

লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি সিনেমার জন্য সেরা লেখা: বিফ।
ড্রামা সিরিজের জন্য সেরা পরিচালনা: সাকসেশন- মার্ক মাইলড।

কমেডি সিরিজের জন্য সেরা পরিচালনা: দ্য বিয়ার (এফএক্স) – ক্রিস্টোফার স্টোরার।
সেরা টক সিরিজ: দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়া (কমেডি সেন্ট্রাল)।

লিমিটেড বা নৃতত্ত্ব সিরিজ বা টিভি মুভির জন্য সেরা পরিচালনা: বিফ (নেটফ্লিক্স): লি সুং জিন।
সেরা টেলিভিশন মুভি- উইয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি (দ্য রোকু চ্যানেল)।
সেরা ডকুমেন্টারি বা ননফিকশন স্পেশাল- স্টিল: আ মাইকেল জে. ফক্স মুভি (অ্যাপল টিভি প্লাস)।

সেরা ডকুমেন্টারি বা ননফিকশন সিরিজ: দ্য ১৬৯৬ প্রোজেক্ট (হুলু)।
সেরা হোস্টেড ননফিকশন সিরিজ বা বিশেষ- স্ট্যানলি টুকি: সার্চিং ফর ইতালি (সিএনএন)।
বেস্ট ন্যারেটর: বারাক ওবামা, ওয়ার্ক: হোয়াট উই ডু টুডে।

(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test