E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ ‘বাংলা খেয়াল উৎসব’

২০২৪ জানুয়ারি ৩১ ১৩:২৭:৪২
আজ ‘বাংলা খেয়াল উৎসব’

বিনোদন ডেস্ক : চ্যানেল আই ১০ বছর ধরে উচ্চাঙ্গ সংগীতকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করার লক্ষ্যে আয়োজন করে আসছে বাংলা খেয়াল উৎসব। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হচ্ছে উৎসবের ১১তম আসর। চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত।

উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা। উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন, ফেরদৌস আরা প্রমুখ।

এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। প্রয়াত এই সংগীতজ্ঞের সহধর্মিণী সেলিনা আজাদ তার স্মরণে বলেন, ‘আজাদ রহমান তার জীবনের একটি দীর্ঘ সময় বাংলা খেয়ালের সঙ্গে যুক্ত ছিলেন। উনি বাংলা খেয়ালের একটি নতুন দিগন্তের সূচনা করেছিলেন। অনেক বাধাবিপত্তির পরও তিনি তার কাজটি জীবনের শেষ অবধি লালন করেছেন।’

(ওএস/এএস/জানুয়ারি ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test