E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগামীকাল ‘৪.৪৮ মন্ত্রাস’র দুইটি বিশেষ প্রদর্শনী

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৮:৫২:১৮
আগামীকাল ‘৪.৪৮ মন্ত্রাস’র দুইটি বিশেষ প্রদর্শনী

বিনোদন ডেস্ক : চলতি মাসে মর্যাদাপূর্ণ ‘কেরালা ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল-২০২৪’-এ অংশ নিচ্ছে ‘স্পর্ধা: ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভর দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’ । প্রতিবছর ভারতের কেরালা রাজ্যের রাজধানী ত্রিশূরে অনুষ্ঠিত হয় এ বিশেষ থিয়েটার উৎসব।

এবার এ উৎসবের ১৪তম আসর অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ আসরে ১১ ও ১২ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে ‘৪.৪৮ মন্ত্রাস’র ২টি প্রদর্শনী। উৎসবের আন্তর্জাতিক অংশে বাংলাদেশসহ আরও অংশগ্রহণ করবে ইতালি, ব্রাজিল, ফিনল্যান্ড, তিউনিশিয়া, চিলি, প্যালেস্টাইনের মোট ৮টি দল।

এ অংশগ্রহণকে সামনে রেখে স্পর্ধা নাট্যদল ‘৪.৪৮ মন্ত্রাস’ নাটক নিয়ে প্রস্তুতি শুরু করে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। ২০২০ এবং ২০২২ সালে ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করে নাটকটি।

দেশে দর্শকদের সেই আগ্রহকে স্মরণে রেখে কেরালা যাওয়ার আগে আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ঢাকার দর্শকদের জন্য দুইটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্পর্ধা।

এ বিশেষ প্রদর্শনী আগামীকাল বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। কালেক্টিভর দ্বিতীয় প্রযোজনা ‘৪.৪৮ মন্ত্রাস’ র পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test