E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাষার গানে নচিকেতা-সাঈদা সম্পা

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১৬:৩৩:০১
ভাষার গানে নচিকেতা-সাঈদা সম্পা

বিনোদন ডেস্ক : চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এ মাসের ২১ তারিখ আন্তজার্তিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হবে। এ দিনে প্রকাশ পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও সাঈদা সম্পার কণ্ঠে একটি গান। গানটির শিরোনাম ‘একটা একুশ লাগে’।

গোলাম মোর্শেদের কথায় এটির সুর ও সংগীতপরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। গানটি প্রকাশ হবে গান জানালা ইউটিউব চ্যানেলে।

গীতিকার গোলাম মোর্শেদ গানটি প্রসঙ্গে বলেন, ‘একুশ আমাদের অহংকার। আমাদের এ বাংলা ভাষার জন্য রফিক, সালাম, জব্বার ও বরকতসহ অনেকে জীবন দিয়েছেন। সেই বাংলা ভাষার জন্য গান করা আমাদের উচিত।’

‘বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই এ গানের কথাগুলো সাজালাম। শ্রোতারা এ গান থেকে একুশের দিনগুলো সম্পর্কে জানতে পারবে বলে আশা করছি। নচিকেতার কণ্ঠে গানটি দারুণ প্রাণ পেয়েছে। তার সঙ্গে সম্পার কণ্ঠের আবেদন অন্যরকম মাত্রা যোগ করেছে।’

শিল্পী সম্পা বলেন, ‘নচিকেতা দাদা আমার দারুণ পছন্দের একজন শিল্পী। জীবনমুখী গানের জন্য তিনি সব সময় এগিয়ে থাকেন। আমাদের দুজনের এ গনাটি একুশের প্রতি ভালোবাসা থেকেই করেছি।’

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test