E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকাশ্যে এলো সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুটের অ্যালবাম ‘সঞ্জীব’

২০২৪ এপ্রিল ২১ ১৬:৩০:৫১
প্রকাশ্যে এলো সঞ্জীব চৌধুরী স্মরণে দলছুটের অ্যালবাম ‘সঞ্জীব’

বিনোদন ডেস্ক : অনেক দিন ধরেই নতুন অ্যালবামের প্রকাশের অপেক্ষায় ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’। ভক্তরাও ছিলেন অবগত। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল অ্যালবাম ‘সঞ্জীব’। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘সঞ্জীব’।

আজ থেকে স্পটিফাইতে শোনা যাবে নতুন এই অ্যালবামের গানগুলো। ‘সঞ্জীব’ অ্যালবামে গান থাকছে ১১টি। গানগুলো লিখেছেন ৮ জন গীতিকার। তারা হলেন জুলফিকার রাসেল, কবির বকুল, শাহান কবন্ধ, শেখ রানা, মাস মাসুম, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, দীপান এবং রাসেল ও’নিল। অ্যালবামের টাইটেল গান ‘সঞ্জীব ‘ লিখেছেন শাহান কবন্ধ।

নতুন অ্যালবাম নিয়ে দলছুট ব্যান্ডের প্রধান বাপ্পা মজুমদার জানান, এক যুগ পর নতুন অ্যালবাম এলেও থেমে ছিল না নতুন গান তৈরির কাজ। ২০১৬ সাল থেকে শুরু হয় সঞ্জীব অ্যালবামের কাজ। বাপ্পা বলেন, ‘সঞ্জীবদার মৃত্যুর পর ২০১২ সালে সর্বশেষ প্রকাশ পেয়েছিল দলছুটের অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’। অ্যালবাম প্রকাশের তাড়না অনেক দিন ধরেই অনুভব করছিলাম সবাই। শ্রোতারাও অপেক্ষায় ছিলেন। তবে আমরা তাড়াহুড়ো করতে চাইছিলাম না। ২০১৬ সালে কাজ শুরু হয় অ্যালবামের গান নিয়ে। শেষ করতে প্রায় ৮ বছর লেগে গেল। অবশেষে এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে দলছুট।’

নতুন অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে সঞ্জীব চৌধুরীকে। বাপ্পা মজুমদার বলেন, ‘সঞ্জীব চৌধুরীকে নিয়ে সব সময় আমাদের একটা ভালোবাসার জায়গা আছে। তার প্রতি সেই ভালোবাসা উদ্যাপন করতেই আমাদের এই অ্যালবাম। সঞ্জীব চৌধুরীকে নিয়ে আমাদের ভাবনাগুলো ফুটে উঠবে গানগুলোতে। সঞ্জীবদাকে আমরা ভালোবাসি, এখনো মিস করি; তাই তাকে ট্রিবিউট করে আমাদের অ্যালবাম।’

অ্যালবামের গান প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘সব গান মেলোডিনির্ভর। এর মধ্যে রক, ফোকের ধাঁচও পাওয়া যাবে। সর্বোপরি দলছুট যে সাউন্ডে গান করে, সেই ধারাই পাওয়া যাবে নতুন অ্যালবামে। দলছুটের সিগনেচার স্টাইলটা খুঁজে পাবেন শ্রোতারা।’

জানা গেছে, স্পটিফাইয়ের পর ধারাবাহিকভাবে ইউটিউবে প্রকাশ পাবে সঞ্জীব অ্যালবামের গানগুলো।

১৯৯৬ সালে সঞ্জীব চৌধুরীর নেতৃত্বে গড়ে উঠেছিল ব্যান্ড দলছুট। ব্যান্ড গঠনের পরের বছর প্রকাশ পায় প্রথম অ্যালবাম ‘আহ’। এর পর থেকে অ্যালবাম ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করে দলটি। উপহার দিয়েছে ‘হৃদয়পুর’, ‘আকাশচুরি’, ‘জোছনাবিহার’ ও ‘কিংবদন্তি’ শিরোনামের অ্যালবাম। ২০০৭ সালে সঞ্জীব মারা গেলে পাঁচ বছর পর ২০১২ সালে প্রকাশ পায় দলটির সর্বশেষ অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’।

(ওএস/এসপি/এপ্রিল ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test