E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সঙ গ্রাম’-এর কথা

২০১৪ নভেম্বর ২৭ ১৩:৩২:৩৫
‘সঙ গ্রাম’-এর কথা

বর্তমান প্রতিবেদক : সঙ করা শুধু পেশা নয়, নেশা হয়ে গেছে বিরুলিয়া গ্রামের লস্কর সঙ দলের সদস্যদের। এক সময় তাদের পূর্বসূরিদের পেশা ও নেশা ছিল সঙযাত্রা। তখনও গ্রামে-গঞ্জে আধুনিকতার ছোঁয়া লাগেনি।

জারি গান, কবি গান, যাত্রাপালা, সঙখেলা এসব ছিল মানুষের বিনোদন। জীবনের নানান দুঃখ কষ্ট, হাসি কান্না, কৌতুকের মধ্য দিয়ে চলতে থাকে লস্করের সঙখেলা। কিন্তু গান-বাজনা মেনে নিতে পারে না গ্রামের কর্তা মাওলানা সাহেব। এটাকে কেন্দ্র করে নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘সঙ গ্রাম’-এর গল্প। জুয়েল রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান টিংকু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শশী, শ্যামল মাওলা, গাজী রাকায়েত প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।
(ওএস/এইচআর/নভেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test