E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রামাণ্যচিত্রও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্তর্ভুক্ত

২০১৪ নভেম্বর ২৯ ১৬:০৭:১৬
প্রামাণ্যচিত্রও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্তর্ভুক্ত

বিনোদন ডেস্ক : প্রামাণ্যচিত্রকেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য অন্তর্ভুক্ত করেছে সরকার। এছাড়া পুরস্কারের জন্য সুপারিশকারী ‘জুরি বোর্ড’ নীতিমালা সংশোধন করে এই বোর্ডকে আরো শক্তিশালী করা হয়েছে।

চলচ্চিত্রের বিভিন্ন শাখায় শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে থাকে। গত তিন বছর যাবৎ চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হচ্ছে।

তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড এ পুরস্কার প্রদানের জন্য শিল্পী ও কলা-কুশলীদের নাম সুপারিশ করে থাকে। জুরি বোর্ডের এ সুপারিশ জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের পর সংশ্লিষ্ট বছরের পুরস্কার প্রদান করা হয়।

আজীবন সম্মাননা ছাড়াও শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সংগীত পরিচালক, নৃত্য পরিচালকসহ ২৭ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হতো।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব জিএন নজমুল হোসেন খান বাংলানিউজকে বলেন, সংশোধিত নীতিমালায় প্রামাণ্যচিত্রকে পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিভিন্ন বিষয়ে উপর নির্মিত প্রামাণ্যচিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের সুযোগ পাবে বলে জানান নজমুল হোসেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তথ্য মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত একটি সনদপত্র, সরকার কর্তৃক একটি স্বর্ণপদক, একটি রেপ্লিকা এবং নগদ অর্থ প্রদান করা হয়।

জুরি বোর্ড আরো কার্যকর করতে এর সংশোধিত নীতিমালা গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

সংশোধিত নীতিমালায় বলা হয়, বর্তমানে প্রতিবছর কার্যপরিধি নির্ধারণ করে আলাদা আলাদা জুরি বোর্ড গঠন করা হয়।

নতুন নীতিমালার পর তথ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতি বছরের চলচ্চিত্র পুরস্কার প্রদানের জন্য জুরি বোর্ড গঠন করবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে ১৩ সদস্যের জুরি বোর্ডের সদস্য-সচিব থাকবেন চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

জুরি বোর্ডের কার্যপরিধি ও বিবেচ্য বিষয় : পুরস্কারের জন্য বিজ্ঞপ্তি জারি, চলচ্চিত্র সংগ্রহের পর তা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তথ্য মন্ত্রণালয়ে পাঠানো, মুখ্য সুপারিশের পাশাপাশি বিকল্প সুপারিশের ক্ষমতাও দেওয়া হয়েছে জুরি বোর্ডকে।

আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচিত করা, যৌথ প্রযোজনা চলচ্চিত্রে বিদেশি শিল্পী ও কলা-কুশলীরাও মনোনীত হবেন।

পুরস্কারের প্রতিটি শাখায় গুণগত ও শৈল্পিকমানে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে বিবেচনা করা; দেশীয় প্রেক্ষাপট, মৌলিকত্ব ও সৃজনশীলতার স্বাক্ষর বহনকারী চলচ্চিত্র বিবেচনার পাশাপাশি পুরস্কারের জন্য অংশগ্রহণকারী চলচ্চিত্রে সেন্সরবিহীন কোনো দৃশ্য সংযোজন বা সেন্সরকৃত অংশ বিয়োজন করা হয়েছে বলে প্রমাণ হলে বিবেচিত হবে না।

জুরি বোর্ডের সদস্য: তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদা), এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন করে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক, চিত্রগাহক, অভিনেতা, অভিনেত্রী, গায়ক/গায়িকা এবং চলচ্চিত্র গবেষক/সমালোচককে সদস্য রাখা হয়েছে।

বোর্ডের সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত হারে সম্মানী পাবেন বলে জানায় তথ্য মন্ত্রণালয়।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test