E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব

২০১৪ নভেম্বর ৩০ ১৬:০৫:০৩
রাজবাড়ীতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক : বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে রাজবাড়ীতে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি চলচ্চিত্র ও দুটি প্রামাণ্যচিত্র নিয়ে উৎসব আয়োজন করা হয়েছে। সবগুলো ছবিই পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

আগামী ২ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজবাড়ীর আজাদী ময়দানের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে এই উৎসব। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র তিনটি হলো ‘জীবনঢুলী’ (শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি), ‘রাবেয়া’ (তৌকীর আহমেদ, বন্যা মির্জা, জ্যোতিকা জ্যোতি, মাসুম আজিজ) এবং ‘নদীর নাম মধুমতী’ (সারা যাকের, জয়ন্ত চট্টোপাধ্যায়, ভাস্বর বন্দ্যোপাধ্যায়)। এ ছাড়া ‘তাজউদ্দিন আহমদ: নি:সঙ্গ সারথি’ এবং ‘১৯৭১’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে উৎসবে।

(ওএস/এএস/নভেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test