E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিশা-নিশোর ‘যে গল্প বলা হয়নি’

২০১৪ ডিসেম্বর ০২ ১৭:১৬:২৫
তিশা-নিশোর ‘যে গল্প বলা হয়নি’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও আফরান নিশো বেশ কয়েকটি রোমান্টিক গল্পের নাটকে অভিনয় করেছেন। এবার এই জুটি অভিনয় করলেন ভিন্নধর্মী নাটকে। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘যে গল্প বলা হয়নি’তে দেখা যাবে তাদের।

মেজবাহউদ্দীন সুমনের রচনা ও আরিফ এ আহনাফের পরিচালনায় নাটকটির শ্যুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে। রাজধানীর ধানমন্ডি, বনানী ও উত্তরায় এর দৃশ্যায়ন হয়েছে। নাটকটিতে সত্যানুসন্ধানী সাংবাদিক রাকিব মাহমুদ চরিত্রে নিশো আর শিল্পপতি জামশেদ মুস্তাফীর মেয়ে অবন্তী চৌধুরীর ভূমিকায় দেখা যাবে তিশাকে।

গল্পের শুরুটা এ রকম, রাকিব মনে করে-স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করাই এ প্রজন্মের মুক্তিযুদ্ধ। সে একটি পত্রিকায় চাকরি করে। একটি অ্যাসাইনমেন্টের জন্য সে যোগাযোগ করে ডাচ সাংবাদিক টমিয়েল মার্সির সঙ্গে। তার কাছ থেকে পাওয়া তথ্য দেখে রাকিব বুঝতে পারে, রেজা পাহলভী নামে আলবদর কমান্ডার ছিলো। তাকে খুঁজে পেয়ে ছেলেটার গা শিউরে ওঠে!

নিশো বলেন, তিশা আপুর সাথে প্রথমবার এমন নাটকে কাজ করলাম। বেশ ভালো লাগছে। আশাকরি এবারের নাটকটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।

এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পরিচালনা করলেন আরিফ এ আহনাফ। এনটিভিতে আগামী ১৬ ডিসেম্বর নাটকটি প্রচার হবে।

(ওএস/অ/ডিসেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test