E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

গান লিখলেন সালমান খান!

২০১৪ মে ০৪ ১২:৩১:০৯
গান লিখলেন সালমান খান!

বিনোদন ডেস্ক : তবে কি সালমান খানও মিস্টার পারফেকশনিস্ট হতে চলেছেন! বলিউডের এই হার্টথ্রবের অভিনয় ছাড়া ছবি আঁকা এবং লেখালেখির প্রতিভার সাথে আমরা সবাই কম বেশী পরিচিত। কিন্তু কেউ কি জানেন সালমানের আরেকটি গুণের কথা?

বলিউডের দাবাঙ খান কারোর থেকে কম যান না। একজন চিত্রশিল্পীর পাশাপাশি 'বীর' সিনেমার গল্পও লিখেছিলেন সালমান খান। তবে এবার আপকামিং সিনেমাতে গান লিখেছেন তিনি। ফিল্ম ‘নো এন্ট্রি’র সিক্যুয়ালের জন্য নিজেই একটি গান লিখেছেন। আর আই গানে সুর দিচ্ছেন ১৮ বছর বয়সের মিউজ্যিক কম্পোজার পলাশ মুচ্ছল। গিনিজ বুকে সবচেয়ে কমবয়সী মিউজ্যিক কম্পোজার হিসেবে নাম ওঠে পলাশের আর এরপরই সালমান তাঁকে নিয়ে আসেন নিজের সিনেমার জন্য।

পলাশ জানিয়েছেন এটি 'মুন্নি বদনাম'-এর মতোই একটি আইটেম সং আর এটি গেয়েছেন পলাশের বোন পলক মুচ্ছল। 'নো এন্ট্রি' সিনেমার পরিচালক আনিস বজমী ফের এই সিনেমার সিক্যুয়াল পরিচালনার দায়িত্বে রয়েছেন। সিনেমাতে বিপাশা বসু, লারা দত্ত ও সেলিনা জেটলিকেও দেখা যাবে। ২০১৫ সালের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

(ওএস/এটি/মে ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test