E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় নাট্যশালায় ‘স্পার্টাকাস’ বৃহস্পতিবার

২০১৪ ডিসেম্বর ১১ ১১:২৩:৫৪
জাতীয় নাট্যশালায় ‘স্পার্টাকাস’ বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক : জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে স্বপ্নদলের নাট্য প্রযোজনা ‘স্পার্টাকাস’। মার্কিন ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্টের উপন্যাস অবলম্বনে বাদল সরকারের রচনা থেকে প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

এতে অভিনয় করছেন শিশির, ইউসুফ, সাঈদ, মোস্তাফিজ, তানভীর, তীর্থ, শুভ, নাবলু, সায়েম, বাবুল, লোকমান, আঁচল, জুঁই, ঊষা, রানা, জাহাঙ্গীর, অন্তর, মাসুদ, হিটলার, জারজিস, জেবুসহ অনেকে।

প্রযোজনটির মঞ্চ-পরিকল্পনায় রয়েছেন ফজলে রাব্বী সুকর্ন, আলোক-পরিকল্পনায় মোহাম্মদ জসীম উদ্দিন, পোশাক-পরিকল্পনায় এনাম তারা সাকী, সঙ্গীত পরিকল্পনায় আলী হাসান, মেহেদী রানা, জাহাঙ্গীর আলম, উজ্জ্বল হোসেন এবং কোরিওগ্রাফ-পরিকলপনায় রয়েছেন তুষার চক্রবর্তী ও ফারজানা রহমান।

স্বপ্নদল সূত্রে জানা গেছে, ‘স্পার্টাকাস’ প্রযোজনাটিকে সাভার-ট্র্যাজেডিসহ দেশের পোশাক কারখানায় হতাহতদের উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test