E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাত্রির যাত্রীতে এটিএম শামসুজ্জামান ও মৌসুমী

২০১৫ জানুয়ারি ২১ ১৪:৩৩:০৫
রাত্রির যাত্রীতে এটিএম শামসুজ্জামান ও মৌসুমী

বিনোদন ডেস্ক : দশ বছর আগের সালাহউদ্দিন লাভলুর `মোল্লাবাড়ির বউ` ছবিটিই ছিল তাদের একসঙ্গে অভিনীত শেষ ছবি। দশ বছর পর ফের একসঙ্গে অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান ও লাস্যময়ী অভিনেত্রী মৌসুমী। হাবিবুল ইসলাম হাবিবের `রাত্রির যাত্রী` ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা। এ ছবিতে এটিএম শামসুজ্জামানের পুত্রবধূর চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। দশ বছর আগে সালাহউদ্দিন লাভলুর `মোল্লাবাড়ির বউ` ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে রাজধানীর অদূরে পুবাইলে `রাত্রির যাত্রী` ছবির শুটিং চলছে।

এ প্রসঙ্গে এটিএম শামসুজ্জামান বলেন, `মৌসুমী একজন দক্ষ অভিনেত্রী। তার অধিকাংশ ছবিই জনপ্রিয়তা লাভ করেছে। `রাত্রির যাত্রী` ছবিতেও চমৎকার অভিনয় করছে সে। তাছাড়া এ ছবির গল্প-চিত্রনাট্য বেশ আকর্ষণীয়। আশা করি ছবিটি দর্শকদের আকৃষ্ট করবে।`

এটিএম শামসুজ্জামান প্রসঙ্গে মৌসুমী বলেন, `এটিএম আঙ্কেল একজন কিংবদন্তি অভিনেতা। সব ধরনের চরিত্রে তিনি নিজেকে ফুটিয়ে তুলতে পারেন। এ ছবিতে তিনি আমার শ্বশুরের ভূমিকায় অভিনয় করছেন। তার সঙ্গে কাজের বোঝাপড়াটা আমার চমৎকার। দীর্ঘদিন পর এটিএম আঙ্কেলের সঙ্গে আবার অভিনয় করতে পেরে আমি দারুণ খুশি।`

ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন হাবিবুল ইসলাম হাবিব নিজেই। চলতি বছরই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এটিএম শামসুজ্জামানের সঙ্গে আমজাদ হোসেন পরিচালিত `আদরের সন্তান` ছবিতে মৌসুমী প্রথম অভিনয় করেন। এরপর বেশকিছু ছবিতে তারা অভিনয় করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test