E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘চিলড্রেন অব ওয়ার’ প্রদর্শিত

২০১৪ মে ০৯ ২৩:০৪:১৪
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ‘চিলড্রেন অব ওয়ার’ প্রদর্শিত

বিনোদন ডেস্ক : শুক্রবার রাত ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ভারতীয় চলচ্চিত্র ‘চিলড্রেন অব ওয়ার : নাইন মান্থস টু ফ্রিডম’ এর প্রিমিয়ার শো প্রদর্শিত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে ভারতীয় চলচ্চিত্রকার মৃত্যুঞ্জয় দেবব্রত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন।

এ প্রিমিয়ার শো’তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহ, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী। এছাড়া প্রিমিয়ার শো'তে জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক-লেখকবৃন্দ, চলচ্চিত্র ব্যক্তিত্ব, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ছবিটি দেখে একাত্তরের যুদ্ধস্মৃতি মনে পড়ে যাওয়ায় অনেক দর্শক অশ্রু সংবরণ করতে পারেননি। ছবিটি বাংলাদেশে প্রদর্শনের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সবাই।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন, ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ঋদ্ধি সেন প্রমুখ।

(ওএস/অ/মে ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test