E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বলিউডের দুই তারকা লাঞ্ছিত

২০১৪ মে ১০ ০৯:৪৮:২৮
বলিউডের দুই তারকা লাঞ্ছিত

বিনোদন ডেস্ক : সম্প্রতি বিশ্বের দুই প্রান্তে লাঞ্ছিত হয়েছেন বলিউডের দুই তারকা। জার্মানিতে নিগ্রহের শিকার হয়েছেন ইভলিন শর্মা, অন্যদিকে আমেরিকা যাওয়ার পথে প্লেনে হেনস্থার শিকার হয়েছেন সেলিনা জেটলি।

দুবাই থেকে আমেরিকার এলজিবিটি কমিউনিটির এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন সেলিনা জেটলি। আমেরিকা যাওয়ার মাঝ পথে প্লেনে বিমান সংস্থার কর্মীর হাতে হেনস্থা হোন তিনি। প্লেনে সেলেনার সঙ্গে আচমকাই দেখা হয়ে তার দুই ডিজাইনার বন্ধু আন্না সিং ও ফারহা খান আলির। নো এন্ট্রি সিনেমার এ অভিনেত্রী তার বন্ধুদের সঙ্গে কথা বলতে থাকেন। কথার মাঝে ওয়াশরুমে যেতে চান সেলিনা। কিন্তু হঠাতই তাকে বাঁধা দেন বিমানসংস্থার এক কর্মী। শুধু বাঁধা দিয়ে ক্ষান্ত হোননি এ কর্মকর্তা। সেলিনাকে উদ্দেশ্যে করে কটু কথাও বলেন এ বিমানসংস্থার কর্মী।

এদিকে ইভলিন শর্মাকে হেনস্থার শিকার হতে হলো ফ্রাঙ্কফুর্টে। ফ্রাঙ্কফুর্টের এক রাস্তায় ইভলিনকে ধাওয়া করেন তিন ভারতীয় যুবক। সঙ্গে চলতে থাকে আপত্তিকর মন্তব্য। ভয় পেয়ে ছুটতে শুরু করেন ইভলিন। এরপর একটি ট্যাক্সি ধরে বাড়ি চলে যান ইভলিন। এর আগে এই তিন যুবক ইভলিনের সঙ্গে ছবি তুলতে অনুরোধ করে কিন্তু ইভলিন সেই অনুরোধ রাখেননি। জার্মানিতে জন্ম নেয়া বলিউডের এ অভিনেত্রী এ পর্যন্ত পাঁচটি সিনেমা করেছেন। তার মধ্যে রয়েছে- নটঙ্কি শালা, ইসক, ইঁয়ারিয়া, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ম্যায় তেরা হিরো।

নিজের আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইভলিন। আর সেখানেই কয়েকজন ভারতীয় তাকে বিড়ম্বনায় ফেলে দেয় বলে জানা গেছে। একদিন শহরের রাস্তায় যাওয়ার পথে তিনজন তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। এরা সবাই ভারতীয় বলেই ইভলিন জানিয়েছেন। প্রথমে ইভলিন ভালো মনেই তাদের আর্জি মেনে নেন এবং ছবিও তোলেন।

কিন্তু এরপর ব্যাপারটি মাত্রা ছাড়িয়ে যায়। ওই ব্যক্তিরা একের পর এক ছবি তুলতে থাকেন। আর বিন্দুমাত্র দেরি না করে তিনি হাঁটা শুরু করেন। পরমুহুর্তেই ইভলিন খেয়াল করেন তার পিছু ধাওয়া করছেন লোকগুলো। শুধু তাই নয়, তারা বেশ কিছু আপত্তিকর মন্তব্যও করেন। এরপর ইভলিন একটি ট্যাক্সি ধরে বাড়ি চলে যান। এ ব্যাপারে অবশ্য পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেননি ইভলিন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের চিনতে পারবেন না ভেবেই অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকেন এ অভিনেত্রী।

(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test