E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মায়েদের সচেতন করতে জাতিসংঘে মৌসুমী

২০১৫ মার্চ ৩০ ২০:১৪:৩৫
মায়েদের সচেতন করতে জাতিসংঘে মৌসুমী

বিনোদন ডেস্ক : ‍জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএনএফপিএ’র সঙ্গে মায়েদের সচেতনতা রক্ষায় বিশ্বব্যাপী কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী।

এর আগে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং বলিউড অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্না এই ধরনের জনসচেতনতামূলক প্রচারণার কাজ করছেন।

জানা যায়, সম্প্রতি ইউনাইটেড ন্যাশনস পপুলেশন ফান্ড বা ইউএনএফপির হয়ে একটি জনসচেতনতামূলক প্রচারণার কাজ শেষ করেছেন। সেখানে কর্মজীবী মা থেকে শুরু করে সব মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সচেতন হতে আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মৌসুমী বলেন, ‘এটা প্রথম নয়। আগেও আমি ইউএনএফপির হয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছি। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সচেতন মানুষ হিসেবে এবং সমাজের মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে আমি এসব কাজে অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। আমার বিশ্বাস, এসব কাজই মানুষকে অমরত্ব দেয়।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদফতরের আওতাধীন ‘ক্রিয়েটিভ মিডিয়ার’ ব্যানারে প্রচারণামূলক এ ভিডিওটি নির্মাণ করেছেন লুসি তৃপ্তি গমেজ।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেলে এটি প্রচারিত হবে। ইউএনএফপি ছাড়াও ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’, ‘ইউনিসেফ’সহ আরও অনেক প্রতিষ্ঠানের সমাজ সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেছেন মৌসুমী।

এসিড দগ্ধ, অবাঞ্চিত ও প্রতিবন্ধী শিশু, অবহেলিত মায়েদের জন্য নানা ধরনের কার্যক্রমেও অংশগ্রহণ করেছেন গেল বছরের সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কারজয়ী এই নায়িকা।ৎ

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test