E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে ঐশ্বরিয়ার বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

২০১৫ এপ্রিল ২৪ ১৭:০৩:৪৫
অবশেষে ঐশ্বরিয়ার বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ

বিনোদন ডেস্ক : অবশেষে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিতর্কিত সেই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে কল্যাণ জুয়েলার্স। একটি সংগঠন এই বিজ্ঞাপনকে বর্ণবিদ্বেষী আখ্যা দিয়ে প্রতিবাদ করলে বিজ্ঞাপনটি সরিয়ে নেয় এই জুয়েলার্স কর্তৃপক্ষ।

সম্প্রতি কল্যাণ জুয়েলার্স নামক একটি জুয়েলারির বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন অ্যাশ। কিন্তু বিজ্ঞাপনটি ভারতের একটি পত্রিকায় প্রকাশের পর থেকে বিতর্কের মুখে পরেন তিনি। পোস্টার বিজ্ঞাপনে দেখা যাচ্ছিল ঐশ্বরিয়ার মাথায় ছাতা ধরে রয়েছে একটি ‘কালো’ শিশু। সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

ওই সংগঠনটি ঐশ্বরিয়াকে খোলা চিঠি লেখেন। তাদের বক্তব্য ছিল এই বিজ্ঞাপনে অ্যাশ বর্ণবিদ্বেষ প্রচার করছেন।

চিঠিতে লেখা ছিল, ভারতীয় চলচ্চিত্রের উল্লেখযোগ্য পরিবারের সদস্য হওয়ার জন্য আপনার ভক্ত সংখ্যা প্রচুর। আমরা বিশ্বাস করি আপনি নিজেকে প্রগতিশীল ভাবনার মানুষ মনে করেন। মনে হয় আপনি খেয়াল না করেই এমন একটি বিজ্ঞাপনের অংশ হয়েছেন যা বর্ণবিদ্বেষী ও শিশুদের অধিকার বিরোধী।

তবে চিঠির উত্তর দিয়ে ঐশ্বরিয়া বিজ্ঞাপন শুটের একটি ছবি পোস্ট করে লেখেন, চূড়ান্ত ছবিটি তিনি দেখেননি। তার বক্তব্য ছিল, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাব এমন একটি বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণের জন্য। এই ছবিটি বিজ্ঞাপন শুটের সময়কার। চূড়ান্ত ছবিটি ব্র্যান্ডের ক্রিয়েটিভ টিম তৈরি করেছে। আপনাদের বক্তব্য আমরা কল্যাণ জুয়েলার্সকে জানাব। আরো একবার ধন্যবাদ। এরপরই বিজ্ঞাপনটি সরিয়ে নেয় কল্যাণ জুয়েলার্স।

(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test