E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুক্রবার সারা দেশে আসছে ওয়ার্নিং

২০১৫ এপ্রিল ৩০ ১৪:২৬:২৮
শুক্রবার সারা দেশে আসছে ওয়ার্নিং

বিনোদন ডেস্ক : আরিফিন শুভ ও মাহিয়া মাহি জুটির ‘ওয়ার্নিং’ সিনেমাটি অবেশেষে প্রেক্ষাগৃহে আসছে আগামী ১ মে, শুক্রবার। এ সিনেমাটি ৮৩টি প্রেক্ষাগৃহে দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক সাফিউদ্দিন সাফি।

‘ম্যাপল ফিল্মস’র ব্যানারে ওয়ার্নিং চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন টপি খান। তিনি জানান, ভিন্ন ধারার একটি গল্প নিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। শুভ ও মাহি দুজনই আবদুল্লাহ জহির বাবুর লেখা গল্পের চলচ্চিত্র ওয়ার্নিংয়ে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন।

চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘মাহির সাথে আগেও কাজ করেছি। দারুণ একজন সহকর্মী সে। ভীষণ ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে। আর ছবির ব্যাপারে বলবো যে ওয়ার্নিং আমার অনেক চেষ্টার একটি চলচ্চিত্র। আমার বিশ্বাস চলচ্চিত্রটি সবশ্রেণির দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে মাহি বলেন, ‘শুভ’র সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। আমরা দু’জনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। শুভ সব সময়ই খুব সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। তার বন্ধুত্বপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করে। ওয়ার্নিং আমার স্বপ্নের একটি চলচ্চিত্র, অনেক ভালো লাগার, ভালোবাসার একটি চলচ্চিত্র। আমার ভক্ত-দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে নতুনরূপে একেবারেই গতানুগতিক গল্পের বাইরে ‘ওয়ার্নিং’ দেখতে সবাই যেন হলে যান।’

সিনেমাটি প্রসঙ্গে সাফিউদ্দিন সাফি বলেন, ‘মুক্তি পাওয়া সব সিনেমা নিয়েই কিছু না কিছু প্রত্যাশা থাকে। ওয়ার্নিং নিয়ে প্রত্যাশা একটু বেশি। এর গল্পের ভিন্নতা আছে। দর্শক দেখে আনন্দ পাবে বলেই বিশ্বাস।’

শুভ-মাহি ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর ও রুবেল। ওয়ার্নিং সিনেমায় গান রয়েছে মোট ৬টি। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গান লিখেছেন কবির বকুল। কণ্ঠ দিয়েছেন জেমস, শাফিন আহমেদ, রূপম, সায়মন, কনা, ন্যান্সি, তৌসিফ ও রুমা।

ছবিটিতে জেমসের গাওয়া ‘এত কষ্ট’ শিরোনামের গানটি এরইমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি প্রকাশ হয়েছে ইউটিউবেও।

(ওএস/এএস/এপ্রিল ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test