E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালমান খান অভিযুক্ত, হতে পারে ১০ বছরের জেল

২০১৫ মে ০৬ ১২:০৮:২০
সালমান খান অভিযুক্ত, হতে পারে ১০ বছরের জেল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান মুম্বাইয়ের স্থানীয় একটি আদালতে উপস্থিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে করা গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলার রায় বুধবার হতে যাচ্ছে। তাঁর জন্য ভক্তরা প্রার্থনা করছেন।
দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে সালমানের। এতে আটকে যেতে পারে তাঁর ওপর লগ্নি করা প্রায় ২০০ কোটি রুপির ব্যবসা।

দীর্ঘ ১৩ বছর ধরে চলা এই মামলার সম্ভাব্য রায় নিয়ে সবার মধ্যে এক ধরনের কৌতূহল বিরাজ করছে। আজ সবার নজর থাকবে মুম্বাইয়ের সংশ্লিষ্ট আদালতের দিকে। স্থানীয় সময় বেলা ১১টায় রায় হওয়ার কথা। আদালতের উদ্দেশে রওনা দেওয়ার আগে সালমানের সঙ্গে দেখা করেছেন আরেক বলিউড তারকা শাহরুখ খান।

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ভোররাতে সালমানের টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ির চাপায় নিহত হন একজন। আহত হন ফুটপাতে ঘুমিয়ে থাকা আরও চারজন।

সালমানের বিরুদ্ধে অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু তাঁর দাবি, দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন না।

এক যুগের বেশি সময় পর আজ জানা যাবে, এ ঘটনায় সালমান দোষী কি না।
(ওএস/পিবি/ মে ০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test