E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ চলচ্চিত্র পরিচালনায় তৌকির

২০১৫ মে ১৩ ১৮:৪৯:৪৭
চতুর্থ চলচ্চিত্র পরিচালনায় তৌকির

বিনোদন ডেস্ক : দীর্ঘ সাত বছর পর আবারও চলচ্চিত্র নির্মাণ করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদ। ‘অজ্ঞাতনামা’ শিরোনামে এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিকল্পনা করেছেন তিনি নিজেই। এটি হবে তাঁর পরিচালনায় চতুর্থ চলচ্চিত্র।

মূলত প্রবাসে বসবাসকারী বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জীবনমুখী একটি গল্প নিয়ে চলচ্চিত্রটি। মে মাসের শেষদিক থেকে নতুন চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানান তিনি। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনাও করবেন তিনি।

দেশের মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকির আহমেদ। নতুন চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রের চিত্রনাট্য চূড়ান্ত করছি। তার পরই সিদ্ধান্ত নেব অভিনেতা অভিনেত্রী হিসেবে এ চলচ্চিত্রে কারা থাকছে। তবে নতুন মুখ থাকার সম্ভাবনাই বেশি।

তৌকির আরও বলেন, বাস্তব ঘটনাকে রূপালী পর্দায় ফুটিয়ে তোলা খুব সোজা নয়। প্রচুর অর্থ আর কারিগরি সহায়তা না থাকলে ব্যাপারটা সত্যিই কঠিন। আমি চেষ্টা করব, দর্শককে ভাল কিছু দিতে। ২০০৪ সালে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’র জন্য শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি পান তৌকির আহমেদ। শ্রেষ্ঠ পরিচালক ছাড়াও আরও ছয়টি ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার জিতে নেয় ‘জয়যাত্রা’। তৌকিরের দ্বিতীয় চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’। এছাড়া ২০০৬ সালে তিনি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘রূপকথার গল্প’ নামে আরও একটি চলচ্চিত্র পরিচালনা করেন।

এবারের ঈদের কাজ প্রসঙ্গে তৌকির আহমেদ জানান, এবারের ঈদে তাঁর চিত্রনাট্য ও পরিচালনায় ‘সোনালী গাঙচিল’ ও ‘মধ্যপ্রহর’ নামে দুটি এক ঘণ্টার নাটক এবং ‘অদ্ভুত আঁধারে’ নামে একটি টেলিফিল্ম প্রচার হবে। ঈদের দিন রাত আটটায় বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘মধ্যপ্রহর’। এ নাটকে তাঁর সঙ্গে অভিনয় করেন বিপাশা হায়াত ও নাদিয়া। ঈদের চতুর্থ দিন বেলা ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে টেলিফিল্ম ‘অদ্ভুত আঁধারে’। অভিনয় করেছেন সানারাই শানু, রাজিব সালেহীন ও মৌসুমী নাগ।

ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে দশটায় জিটিভিতে প্রচার হবে নাটক ‘সোনালী গাঙচিল’। এ নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী শারলিন।

নতুন প্রজন্মের অভিনেতা, পরিচালকদের কাজ প্রসঙ্গে তৌকির আহমেদ বলেন, নতুনদের মধ্যে হাতেগোনা কয়েকজন পরিচালক ভাল করছেন। কিন্তু বাকিদের কাজ আমি মোটেই গ্রহণ করছি না। ওরা শিখে আসছে না। আমার মনে হচ্ছে, আগামী দশ বছর পর ইন্ডাস্ট্রিতে কোন ভাল অভিনয়শিল্পী বা নির্মাতা থাকবে না।

(ওএস/পিএস/মে ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test