E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তি পেল 'যুদ্ধশিশু'

২০১৪ মে ১৬ ১৯:৪৪:৪৬
মুক্তি পেল 'যুদ্ধশিশু'

বিনোদন ডেস্ক : বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছবি 'যুদ্ধশিশু' মুক্তি পেয়েছে। একইদিনে ছবিটি ভারতেও মুক্তি পাচ্ছে। ভারতে ছবিটির নাম দেয়া হয়েছে ‘চিলড্রেন অব ওয়ার; নাইন মান্থস অব ফ্রিডম’।

মুক্তিযুদ্ধের এক নির্মম অধ্যায় নিয়ে ছবিটি নির্মাণ করেছেন ভারতীয় পরিচালক মৃত্যুঞ্জয় দেবব্রত। এতে অভিনয় করেছেন রাইমা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভিক্টর ব্যানার্জি, ফারুক শেখ, পবন মালহোত্রা প্রমুখ।

পরিচালক মৃত্যুঞ্জয় জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীতে বর্ণিত গণহত্যা আর নারী নির্যাতনের কাহিনী পড়ে তিনি বিশ্বের সামনে এ যন্ত্রণার ইতিহাসকে তুলে ধরার তাগিদে ছবি তৈরির কাজে হাত দেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, এমন একটি অধ্যায়কে নিয়ে কেন এত দিন ছবি তৈরি হয়নি সেটাই আশ্চর্যের।

দেশের ১২টি প্রেক্ষাগৃহে 'যুদ্ধশিশু' প্রদর্শিত হচ্ছে। হলগুলো হচ্ছে- বসুন্ধরা স্টার সিনেপ্লক্স, যমুনা ব্লকবাষ্টার, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা, বলাকা, আনন্দ, সেনা অডিটরিয়াম, আজাদ, উপহার (রাজশাহী), দিলশাত (সিলেট), ঝুমুর (জয়দেবপুর), ও মাধবী (মধুপুর)।

(ওএস/এস/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test