E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

“আমি সিঙ্গেল, কারণ আমি অনেক রোমান্টিক”

২০১৪ মে ২৪ ১৯:১২:৪৯
“আমি সিঙ্গেল, কারণ আমি অনেক রোমান্টিক”

বছর কয়েক অাগে এক বুক অাশা নিয়ে একটি সুন্দরি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু বিধিবাম। বাদ পড়তে হয় তাকে। বলছি আলিশা প্রধানের কথা।

আলিশা বললেন, “২০০৯ সালের ঘটনা। মূলত অভিজ্ঞতার জন্যই অংশ নিয়েছিলাম। সমাজ আমাদের শেখায়, কিছু বিষয় ভুল বা খারাপ হলেও সেটা বলতে নেই। আর এমনটাই সেখানে দেখেছি।”

“ওই সময় অামি মুষড়ে পড়িনি। বরং নতুন করে পথ চলা শুরু করেছিলাম।” বললেন আলিশা।

ঠিক তাই! এখন তাকে নিয়ে যতটা হইচই হচ্ছে, রিয়েলিটি শোয়ে বিজয়ী হয়ে এলে হয়তো এতটা হতো না। এখন তার লক্ষ্য একটাই, নামের মতো কাজেও প্রধান হয়ে ওঠা ।

“আমি যা-ই করি না কেন, সেখানেই প্রধান হতে চাই। যে কাজেই হাত দেই না কেন, সেই বিষয়ে আগে পড়াশোনা করি। প্রথমে জ্ঞানটা দরকার। আর ভালো জানাশোনার ফলেই চূড়ায় ওঠা যায়।” বললেন অালিশা।

নিজের শৈশব নিয়ে বললেন, “ছোটবেলায় আমি ছিলাম রাজকন্যা। বাবা-মা আমাকে সেভাবেই দেখতেন। ছোটবেলায় ঘুম থেকে উঠেই পিয়ানো শেখা, কত রকম খেলা। এভাবেই চলতো। স্কুলেও প্রিন্সেস-এর মতো থাকতাম। আমার মনে হয় আমার সবচেয়ে কষ্টকর সময় হচ্ছে আমি যখন শ্যুটিং করি।”

শ্যুটিংয়ে কষ্ট কেন? আলিশার উত্তর-”এক সময় যাদের সাথে মিশবো না বলে ভাবতাম এখন তাদের সাথেই মিশতে হয়, তাদের সাথে কথা বলি। মেপে মেপে খেতে হয় ডায়েটিংয়ের জন্য। গরমেও ভেতরে-বাইরে কাজ করতে হয়। অনেকের সাথে মানসিকতার অমিল সত্বেও কথা বলছি।”

মজার তথ্য হলো আলিশা মাত্র অাট বছর বয়সে প্রেমে পড়েছিলেন। যাকে বলে ইচড়ে পাকা প্রেম। কথায় কথায় সেই মধুময় প্রেম নিয়েও মুখ খো‌‌‌লেন তিনি।

“যার প্রেমে পড়েছিলাম ওর বয়স ছিল নয়। আমার টিফিন ক্যারিয়ারের ভেতর কিছু চকোলেট আর গোলাপ দিয়েছিল। সেই থেকে বন্ধুত্ব, অনুরাগ। তারপর এক থেকে দুই বছরের ভেতর ও চলে যায়। ছেলেটা ছিল কানাডিয়ান।”

এখনও তিনি প্রেমে পড়েন। “আমি প্রেমে পড়তে খুব পছন্দ করি। তবে রোমান্টিক সম্পর্ক খুব একটা হয়নি। একটা মানুষকে হয়তো ভাল লাগলো। প্রেমে পড়লাম। এতটুকুই!”

স্বপ্নের মানুষটিকে নিয়ে বললেন, “খুবই সেন্স অব হিউমার থাকতে হবে। একটা মানুষ ততটা ফানি হবে সে যতটা ইনটেকচুয়াল হবে। আই লাইক ইনটেলেকচুয়াল জোকস। শুধু বাঙালি মেন্টালিটির হলে হবে না, আবার শুধু পাশ্চাত্য মেন্টালিটির হলেও হবে না। দুটোর সমন্বয় থাকতে হবে। জাগতিক জ্ঞানসম্পন্ন মানুষ হতে হবে। যে খুব সিম্পল লাইফ লিভ করবে কিন্তু মানুষটা আসলে সিম্পল হবে না।”

এমন কোনও মানুষ পেয়েছেন?

”পেয়েছি। আবার আমি এমন অনেকের প্রেমে পড়েছি যে নিজেই জানে না তার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি।”

একটু দম নিয়ে অাবার বলতে শুরু করেন আলিশা- “আমি ২০১৩ থেকেই সিঙ্গেল। কারণ আমি অনেক বেশি রোমান্টিক। একটা সম্পর্কের জন্য আমার প্রচুর ইনভেস্ট করতে হয়। আমার সময় নেই। আগামী তিন বছর চলচ্চিত্রের এই কঠিন জায়গাটাকে দিতে চাই।”

আলিশা প্রথম মডেল হন একটা একটা চকোলেটের বিজ্ঞাপনে। পরে নাটক-টেলিছবি হয়ে এখন স্বপ্ন বুনছেন রূপালী পর্দায়।

(ওএস/এস/মে ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test