E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

২০১৪ এপ্রিল ০৬ ১০:৩৭:০৫
সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক, ঢাকা : ৬ এপ্রিল মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন৷ প্রয়াত মহানায়িকার জন্মদিনকে মাথায় রেখেই বিশেষ শ্রদ্ধা জ্ঞাপনে এগিয়ে এল গোয়ার বিনোদন জগত৷ তাঁদের হাত ধরেই আগামী ১১ এপ্রিল থেকে গোয়ার ম্যাকুনেজ প্যালেসে শুরু হতে চলেছে বাংলার গ্রেটা গার্বো, চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের বিশেষ চলচ্চিত্র উৎসব৷ এই উৎসবে দেখানো হবে তাঁর অভিনীত বেশ কয়েকটি জনপ্রিয় ছবি৷ তালিকায় রয়েছে, ‘হারানো সুর’, ‘বোম্বাই কা বাবু’, ‘আত্মীয় স্বজন’, ‘আঁধি’র মতো ছবি৷ এই চলচ্চিত্র উৎসব চলবে ১৩ এপ্রিল পর্যন্ত৷ বিনা টিকিটেই দেখা যাবে এই উৎসবের ছবিগুলো৷

বাংলা চলচ্চিত্রের তিনি মহানায়িকা৷ তবে হিন্দি ছবিতেও দাপিয়ে অভিনয় করেছিলেন তিনি৷ যার মধ্যে দীলিপ কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘দেবদাস’, সঞ্জীব কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘আঁধি’ তাঁকে এনে দিয়েছিল আর্ন্তজাতিক খ্যাতি৷ বাংলা-হিন্দি মিশিয়ে প্রায় ৬১ টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷ ১৯৭৮ সালে মুক্তি পায় তাঁর শেষ অভিনীত ছবি প্রণয় পাশা ৷ এরপরই লোকচক্ষুর আড়ালে নিজেকে নিয়ে যান তিনি৷ যতদিন বেঁচেছিলেন পরিবার ছাড়া কারও সঙ্গেই দেখা করতেন না সুচিত্রা৷ জানুয়ারি মাসের ১৭ তারিখ মৃত্যু হয় তাঁর৷ তবে তিনি আজও অমর চলচ্চিত্র প্রেমীদের মননে৷


(ওএস/এইচ/এপ্রিল ৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test