E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৭ মে শিল্পকলার মঞ্চে 'ভাগের মানুষ'

২০১৪ মে ২৬ ১০:২৯:৩৮
২৭ মে শিল্পকলার মঞ্চে 'ভাগের মানুষ'

বিনোদন ডেস্ক : আগামী ২৭ মে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘সময় নাট্যদল’ এর জনপ্রিয় নাটক ‘ভাগের মানুষ’। পাকিস্তানের বিখ্যাত লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।

এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত নাটকটির ১৬০টি প্রদশর্নী হয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, ফখরুল ইসলাম মিঠু, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, রিয়াজ মাহমুদ জুয়েল, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনিতা বড়‍ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, রিংকু, পৃথিবী, সোনিয়া প্রমূখ।

নাটকটির গল্পে দেখা যায়- ১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষ বাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেবার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রনা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখন্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দু’টি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু’দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।

(এইচআর/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test