E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘বাজিরাও মাস্তানি’র রাজত্ব

২০১৬ জানুয়ারি ১৬ ১৫:৫৮:৫৬
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘বাজিরাও মাস্তানি’র রাজত্ব

বিনোদন ডেস্ক : ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে রাজত্ব করলো ‘বাজিরাও মাস্তানি’। সামনের সারির প্রায় সব শাখায় এ ছবির জয়জয়কার। সেরা চলচ্চিত্রসহ এটি জিতেছে সর্বাধিক ৯টি পুরস্কার।

বাজিরাও চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য রণবীর সিং সেরা অভিনেতা আর সঞ্জয়লীলা বানসালি হয়েছেন সেরা পরিচালক। এ ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সেরা অভিনেত্রীর পুরস্কার বাগিয়ে নিয়েছেন, তবে ‘পিকু’র জন্য।

বাজিরাওয়ের স্ত্রী কাশিবাঈ চরিত্রে মনে রাখার মতো অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘বাজিরাও মাস্তানি’ ছবির ‘মোহে রঙ দো লাল’ গানে কাজ করার সুবাদে সেরা নৃত্য পরিচালকের সম্মান পেয়েছেন পন্ডিত বিরজু মহারাজ। ‘দিওয়ানি মাস্তানি’ গাওয়ার জন্য সেরা গায়িকার পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। এ ছাড়া পোশাক, শিল্প নির্দেশনা, অ্যাকশন শাখায়ও সেরা হয়েছে ‘বাজিরাও মাস্তানি’।

মুম্বাইয়ের সরদার বল্লবভাই প্যাটেল স্টেডিয়ামে শুক্রবার (১৫ জানুয়ারি) বসেছিলো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬১তম আসর। এটি উপস্থাপনা করেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও কমেডিয়ান কপিল শর্মা।

দ্বিতীয় সর্বাধিক পাঁচটি পুরস্কার এসেছে সুজিত সরকারের ‘পিকু’র ঘরে। সমালোচকদের পছন্দে ‘পিকু’ সেরা চলচ্চিত্র আর এতে অনবদ্য অভিনয়ের জন্য অমিতাভ বচ্চন হয়েছেন সেরা অভিনেতা। এ ছাড়া আবহসংগীত আর চিত্রনাট্য শাখায়ও সেরার স্বীকৃতি পেয়েছে ‘পিকু’। আবহসংগীতের সুবাদে জীবনের প্রথম ফিল্মফেয়ার জিতলেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী অনুপম রায়।

সমালোচকদের চোখে সেরা অভিনেত্রী ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর কঙ্গনা রনৌত। ‘দিল ধাড়াকনে দো’র জন্য সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন অনিল কাপুর। ‘দম লাগা কে হেইশা’র মাধ্যমে বলিউডে আসা ভূমি পেড়নেকর সেরা নবাগতা অভিনেত্রী আর ‘হিরো’র রিমেকে কাজ করা সুরজ পাঞ্চোলি হয়েছেন সেরা নবাগত অভিনেতা।

গানের শাখায় ‘রয়’-এর ‘সুরজ ডুবা হ্যায়’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং। একই ছবির সুবাদে অঙ্কিত তিওয়ারি, মিট ব্রস অঞ্জন ও আমাল মল্লিক হয়েছেন সেরা সংগীত পরিচালক। উদীয়মান সংগীতশিল্পীর স্বীকৃতিস্বরূপ আরডি বর্মণ পুরস্কার পেয়েছেন আরমান মালিক। আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি।

৬১তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরার তালিকা
অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (পিকু)
অভিনেতা: রণবীর সিং (বাজিরাও মাস্তানি)
চলচ্চিত্র: বাজিরাও মাস্তানি
পরিচালক: সঞ্জয়লীলা বানসালি (বাজিরাও মাস্তানি)
নবাগত পরিচালক: নীরাজ গাইওয়ান (মাসান)
নবাগতা অভিনেত্রী: ভূমি পেড়নেকর (দম লাগা কে হেইশা)
নবাগত অভিনেতা: সুরজ পাঞ্চোলি (হিরো)
সমালোচক পছন্দে সেরা চলচ্চিত্র: পিকু
সমালোচক পছন্দে সেরা অভিনেতা: অমিতাভ বচ্চন (পিকু)
সমালোচক পছন্দে সেরা অভিনেত্রী: কঙ্গনা রনৌত (তনু ওয়েডস মনু রিটার্নস)
পার্শ্ব-অভিনেত্রী: প্রিয়াঙ্কা চোপড়া (বাজিরাও মাস্তানি)
পার্শ্ব-অভিনেতা: অনিল কাপুর (দিল ধাড়াকনে দো)
আজীবন সম্মাননা: মৌসুমী চ্যাটার্জি
পোশাক: বাজিরাও মাস্তানি (অঞ্জু মোদি ও ম্যাক্সিমা বসু)
শব্দসজ্জা: তলবার (সাজিথ কোয়েরি)
শিল্প নির্দেশনা: বাজিরাও মাস্তানি (সুজিত সাওয়ান্ত, শ্রীরাম আয়াঙ্গার ও সালোনি ধাত্রাক)
নৃত্য পরিচালক: পন্ডিত বিরজু মহারাজ (মোহে রঙ দো লাল, বাজিরাও মাস্তানি)
চিত্রগ্রহণ: দম লাগা কে হেইশা (মনু আনন্দ)
অ্যাকশন: বাজিরাও মাস্তানি (শ্যাম কৌসল)
আবহসংগীত: পিকু (অনুপম রায়)
ভিজ্যুয়াল ইফেক্টস: বোম্বে ভেলভেট (প্রানা স্টুডিও)
গায়িকা: শ্রেয়া ঘোষাল (দিওয়ানি মাস্তানি, বাজিরাও মাস্তানি)
গায়ক: অরিজিৎ সিং (সুরজ ডুবা হ্যায়, রয়)
গীতিকার: ইরশাদ কামিল (আগার তুম সাথ হো, তামাশা)
সংগীত পরিচালক: অঙ্কিত তিওয়ারি, মিট ব্রস অঞ্জন ও আমাল মল্লিক (রয়)
আরডি বর্মণ অ্যাওয়ার্ড: আরমান মালিক
চিত্রনাট্য: পিকু (জুহি চতুর্বেদি)
সম্পাদনা: তলবার (এ শ্রীকার প্রসাদ)
গল্প: বজরঙ্গি ভাইজান (বিজয়েন্দ্র প্রসাদ)
সংলাপ: তনু ওয়েডস মনু রিটার্নস (হিমাংশু শর্মা)

(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test