E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পথশিশুর গল্প

২০১৬ জানুয়ারি ১৭ ১৪:৫১:১৬
পথশিশুর গল্প

বিনোদন ডেস্ক : ‘মা থাকার পরেও স্নেহ-মমতা আর খাবার জোটে না কামালের। তার মায়ের জীবন চলে রাতের অন্ধকারে খদ্দেরের ঘর আলো করে। তবে মায়ের শরীর বিক্রির রোজগার থেকেও খাবার জোটে না কামালের। দোকানদারের কাছে খাবার চাইতে গেলেই প্রায় শুনতে হয় ‘টাকা আছে বেশ্যার পোলা’? এই কথা শুনলে এইটা চাপা ক্ষোভ তার চোখে-মুখে ভেসে ওঠে। মায়ের পেশার পরিচয় নিজের সঙ্গে মাখাতে চায় না। কিন্তু পেট-তো আর মানে না।’

এ রকম ঘটনা নিয়েই চলতে থাকা গল্পটি ‘স্টোরি অব দ্য স্ট্রিট চাইল্ড’ নামে এক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের।

পথশিশু কামালের জীবন নিয়ে ‘স্টোরি অব দ্য স্ট্রিট চাইল্ড’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জিপসি রুদ্র।

জিপসি রুদ্র বলেন, ‘প্রথম কাজ হিসাবে অনেক ভুল হয়েছে যেগুলো পরে বুঝতে পেরেছি। পরবর্তী কোনো সিনেমা বানালে এই ভুলগুলো শুধরানোর চেষ্টা থাকবে। আপনাদের চুলচেরা সমালোচনা আমাকে ভালো সিনেমা বানাতে উৎসাহী করবে।’

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিল, ফ্রিয়া ফ্লোরা, সাব্বির, ইউসুফ, ঠাকুর প্রসাদ, সৌরভ আশসাদ ও চট্টগ্রাম আউটার স্টেড়িয়ামের পথশিশুরা।

১৫ মিনিট ৫৩ সেকেন্ডের সিনেমাটি প্রদর্শনীর অপেক্ষায়।

(ওএস/এইচআর/জানুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test