E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্দা নামলো ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’এর

২০১৬ জানুয়ারি ১৮ ২১:২৫:০০
পর্দা নামলো ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’এর

স্টাফ রিপোর্টার : সোমবার ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’এর পর্দা নামলো। সমাপনী দিনে জাতীয় নাট্যশালা মিলনায়তনে মার্শাল আর্ট, অ্যাক্রোবেটিক, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, যন্ত্রসঙ্গীত ও নৃত্যের আয়োজন করা হয়। সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৬৪ জেলা শিল্পকলা একাডেমির অংশগ্রহণে ১ জানুয়ারি থেকে শুরু হয় উৎসবটি। প্রতিদিন বিকাল ৪.৩০মি. একাডেমির নন্দন মঞ্চে বাংলাদেশের সকল জেলা শিল্পকলা একাডেমির শিশুদল ও বড়দের পরিবেশনায় সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, একক সঙ্গীত প্রদর্শিত হয়। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

(ওএস/পি/জানুয়ারি ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test