E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছোটপর্দায় একুশের বিশেষ আয়োজন

২০১৬ ফেব্রুয়ারি ২০ ১৬:২১:৫৩
ছোটপর্দায় একুশের বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রবিবার দেশের বিভিন্ন টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান প্রচারের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিটিভিতে শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনার থেকে সরাসরি একুশের প্রথম প্রহর অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

রবিবার সকাল ৬টা থেকে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি অনুষ্ঠানটি সরাসরি দেখাবে বিটিভি। অন্যান্য টিভি চ্যানেলেও থাকবে বিশেষ আয়োজন-

স্কুল শিক্ষক সোবহান সাহেব ছেলেমেয়েদের বাংলা শেখাতে গিয়ে নানান বিড়ম্বনার মুখোমুখি হন। একদিন তিনি বুঝতে পারেন প্রিয় মাতৃভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও ভাষা চর্চায় অবহেলা স্পষ্ট। মাতৃভাষা বাংলা চর্চার ক্ষেত্রে অসঙ্গত, অবজ্ঞা আর অনাচার শুরু হয়েছে। গোটা ঢাকা শহরে অফিস আদালতের সামনে বাংলার চেয়ে ইংরেজিতেই সাইনবোর্ড বেশি। ছেলেমেয়েরা বিদেশি ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রচার মাধ্যম বিশেষ করে রেডিওতে বাংলা ভাষা যেন উপেক্ষিত। তাই পথে পথে লিফলেট বিতরণ শুরু করেন সোবহান সাহেব। তাকে অনেকে পাগল ভাবতে শুরু করে।

গল্পটি ‘একের ভেতর দুই’ নাটকের। লিখেছেন শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। অভিনয়ে ঝুনা চৌধুরী, শহিদুল আলম সাচ্চু, হাফিজুর রহমান সুরুজ, আখতারুজ্জামান, টুটুল, অ্যানী চৌধুরী প্রমুখ। বিটিভিতে রাত ৮টার সংবাদের পর প্রচার হবে এটি। প্রযোজনায় জয়নাল আবেদিন সরকার।

নড়াইলে ‘একুশের দ্বীপ জ্বেলে’ শীর্ষক দীপশিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে এক লাখ মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হবে। এ আয়োজন মাছরাঙা টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সপ্তমবারের মতো আয়োজন করা হয়েছে ‘বর্ণমেলা’। শিশু-কিশোরদের জন্য বাংলা বর্ণ নিয়ে নানামাত্রিক এই আয়োজন ২০০৯ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর ‘বর্ণমেলা’র রঙিন আয়োজন ছড়িয়ে পড়বে রাজশাহীতেও।

ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ, চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে দিনব্যাপী বর্ণমেলা অনুষ্ঠিত হবে। এই বর্ণাঢ্য আয়োজনে থাকবেন দেশের সেরা লেখক, শিল্পী, গায়ক, বুদ্ধিজীবিসহ বিশিষ্ট ব্যক্তিরা। বর্ণ প্রদর্শনী, বর্ণ জাদুঘর, বর্ণ আড্ডা, বর্ণ ধাঁধা, বর্ণেও বিবর্তন, বর্ণ আঁকা, খাবারে-কাপড়ে বর্ণ, জাদু, পাপেট শো, গানসহ নানা আয়োজন। দিনব্যাপী এই আয়োজন সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

চ্যানেল আইতে দুপুর ২টা ৩০ মিনিটে ‘বাঙলা’ (মাহফুজ আহমেদ, শাবনূর, হুমায়ুন ফরীদি), এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে ‘হাজার বছর ধরে’ (রিয়াজ, শশী, সুচন্দা, এটিএম শামসুজ্জামান), বৈশাখী টিভিতে সকাল ১০টা ৫০ মিনিটে ‘মেঘের অনেক রঙ’, দেশ টিভিতে সকাল ৮টায় ও মাছরাঙা টেলিভিশনে দুপুর ২টা ৩০ মিনিটে ‘জীবন থেকে নেয়া’ (রাজ্জাক, সুচন্দা, আনোয়ার হোসেন, রওশন জামিল, খান আতা, রোজী), জিটিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে ‘আলোর মিছিল’ (ফারুক, ববিতা, রাজ্জাক, আনোয়ার হোসেন, খলিল, রোজী)।

মাহমুদ দিদারের ‘নায়ক’ ফিকশনে রাইসুল ইসলাম আসাদ ও অন্যান্যরা। এনটিভিতে প্রচার হবে রাত ৯টায়। এতে আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, এফএস নাঈম, সালহা খানম নাদিয়া, আইরিন তানি, এটিএম রাসেল ও শাখাওয়াত হোসেন শিমুল।
এছাড়াও থাকছে নানা আয়োজন। সর্বোপরি সবগুলো চ্যানেলেই প্রচারিত হবে একুশের নানা অনুষ্ঠান।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test