E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমির খানের মুক্তি না পাওয়া ছবি

২০১৪ জুন ০৪ ২০:৪৪:৩৭
আমির খানের মুক্তি না পাওয়া ছবি

বিনোদন ডেস্ক : আমির খানের মুক্তি না পাওয়া ছবি। এমন এক তথ্য শুনে নড়েচড়ে বসতেই হবে। ইতিমধ্যেই এই ছবিকে ঘিরে কৌতূহল তীব্র, আগ্রহ তুঙ্গে। আমির খান বলে কথা।

সেনসেশন তৈরি করতে জুড়ি নেই আমিরের এমনিতেই। তার মধ্যে আবার তাঁর মুক্তি না পাওয়া ছবি–লোকজন আলোচনা তো করবেই। ছবিটি আগামী রবিবার ৮ জুন অ্যান্ড পিকচার্স-এ রাত ৮টায় দেখানো হবে। মি পারফেকশনিস্ট খানের মতো মাল্টি ট্যালেণ্টেড মাল্টি টাস্ক সুচারুভাবে করার মতো ব্যক্তিত্ব বলিউডেও বিরল।

একাধারে অভিনেতা, সিনেমা নির্মাতা, নির্দেশক। তাঁর এই না-মুক্ত অজানা ছবির নাম এখনও প্রকাশ করেনি অ্যান্ড পিকচার্স। আমিরের অন্যান্য ছবির মতোই এখানেও নিশ্চয়ই থাকবে অভিনব বিষয়, সমাজমনস্কতা এবং অসাধারণ মাত্রায় প্রেজেণ্টেশন। শোনা যাচ্ছে, এই ছবির গল্পে নাকি দারুণ এক ক্লাইম্যাক্স রয়েছে। দৃশ্যটিতে কাজ করেছেন ১০,০০০ মানুষ। এক প্রত্যন্ত গ্রামে শুটিং হয়েছে। শহর থেকে এতজন মানুষ নিয়ে যাওয়া বাস্তবে সম্ভব ছিল না বলে ছবির প্রযোজক, পরিচালক এবং আমির স্বয়ং সিদ্ধান্ত নেন এলাকার মানুষজনকে নিয়েই কাজ করবেন। সেভাবেই কাজটা করাও হয়। পেশাদার অভিনেতাদের সঙ্গে কেমন করে মানিয়ে নেন সাধারণ মানুষ–এ ছবিতে তারও এক অনন্য দৃষ্টান্ত দেখতে পাব আমরা৷ চোখ রাখুন অ্যান্ড পিকচার্স-এর পর্দায়।

(ওএস/এটিআর/জুন ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test