E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ছবি মুক্তির আগেই আলোচনায় পরীমণি

২০১৪ জুন ০৫ ১১:৫৭:৩৮
ছবি মুক্তির আগেই আলোচনায় পরীমণি

বিনোদন ডেস্ক : আমাদের চলচ্চিত্রাঙ্গনে এই সময়ে নতুন মুখদের জয়জয়কার। তাদের মধ্যেই একজন পরীমণি। এখন পর্যন্ত পরীমণি অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। কিন্তু তারপরও আলোচনায় চলে এসেছেন তিনি। এর অন্যতম কারণ ‘রানা প্লাজা’ নামের ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। ছবিতে পরীমণির চরিত্রের নাম রেশমা। তার বিপরীতে অভিনয় করেছেন সাইমন।

‘রানা প্লাজা’ ছবিটি আসছে ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাভার ট্র্যাজেডিকে ঘিরে নির্মিত ‘রানা প্লাজা’ ছবিটি নিয়ে বেশ আশাবাদী পরী। ছবিটি নিয়ে বলতে গিয়ে পরীমণি বলেন, ‘এ ছবিতে রেশমা চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যে জীবনের ঝুঁকি নিয়েও অভিনয় করেছি।’ পরীমণি অভিনীত কোনো ছবি এখনও মুক্তি না পেলেও তিনি কাজ করে যাচ্ছেন সমানতালে। বর্তমানে তিনি কাজ করছেন এফআই মানিকের ‘সারপ্রাইজ’, ফারুক ওমরের ‘ভালোবাসার অনেক জ্বালা’, মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’, অপূর্ব রানার ‘পুড়ে যায় মন’, শাহিন-সুমনের ‘প্রবাসী ডন’ প্রভৃতি চলচ্চিত্রে। কাজ করতে কেমন লাগছে জানতে চাইলে পরীমণি বলেন, ‘আমার মনে হয় আমি আমার স্বপ্নের জগতে চলে এসেছি। জীবনে অনেক বড় রকমের একটা পরিবর্তন চলে এসেছে। আগে দেখা যেত পড়াশোনা, পরিবার নিয়েই ব্যস্ত থাকতাম। আর এখন আমার অন্যরকম একটা পরিবার হয়েছে। আমি যেখানেই কাজ করতে যাই সেখানেই সবাই আমাকে আপন করে নিচ্ছে। এখন মনে হয় আমি যাদের সঙ্গে কাজ করছি তারাই আমার পরিবারের সদস্য।’ নিজের কোনো চলচ্চিত্র মুক্তির আগেই বেশ খ্যাতি পেয়েছেন পরীমণি । চলে এসেছেন আলোচনায়ও। এ বিষয়টিকে কিভাবে দেখেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘আমার মনে হয় আমি এটাই চেয়েছি। হঠাত্ করেই দর্শক আমাকে একদিন পর্দায় দেখলেও আগে থেকে আমার ব্যাপারে তারা জানবে। এই জানাটার প্রয়োজন ছিল বলেই আমি মনে করি। তাতে হলে গিয়ে রিলেট করতে সুবিধা হবে। দর্শকরা আমার নামের সঙ্গে পরিচিত হয়েছেন এবার আমার অভিনয়ের সঙ্গে পরিচিত হবেন। আমি আশা করি ছবি মুক্তির পর তারা আমাকে খুব ভালো ভাবেই নেবেন। এটা আমার আত্মবিশ্বাস থেকেই আমি বলছি।’ উল্লেখ্য, পরীমণিকে শীঘ্রই বনফুল মিষ্টির একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখবে দর্শক।

(ওএস/এইচআর/জুন ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test