E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

না ফেরার দেশে শক্তিপদ রাজগুরু

২০১৪ জুন ১২ ১২:১১:৪৬
না ফেরার দেশে শক্তিপদ রাজগুরু

ডেস্ক রিপোর্ট : না ফেরার দেশে চলে গেলেন বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব শক্তিপদ রাজগুরু। বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমেছে।

১৯২২ সালের ১ ফেব্রুয়ারি বাঁকুড়ার গোপবন্দি গ্রামে জন্ম শক্তিপদ রাজগুরুর। স্কুলজীবন কাটে মুর্শিদাবাদের পাঁচথুপি টি এন ইনস্টিটিউশনাল স্কুলে। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি।

বাংলা সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। সারা জীবনে ১০০টির বেশি উপন্যাস লিখেছেন এই সাহিত্যিক। ১৯৪৫ সালে দেশভাগের প্রেক্ষাপটে উদ্বাস্তু জীবনের উপর ভিত্তি করে লেখা প্রথম উপন্যাস 'দিনগুলি মোর' প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই পাঠকমহলে জনপ্রিয়তা লাভ করেন শক্তিপদবাবু।

তাঁর একাধিক উপন্যাস ও গল্প অবলম্বন করে বেশ কিছু বাংলা এবং হিন্দি উল্লেখযোগ্য ছবি তৈরি হয়েছে। এমনকি মঞ্চ ও টেলিভিশনেও তুমুল জনপ্রিয়তা লাভ করে তাঁর রচনা অবলম্বনে তৈরি নাটক ও টেলি সিরিয়াল। তিনি নিজেও চিত্রনাট্য লেখক হিসেবে বিশেষ সমাদৃত হয়েছেন। এর মধ্যে বিশেষ ভাবে উল্লেখ্য 'মেঘে ঢাকা তারা', 'মণি বেগম', 'অন্তরে অন্তরে', 'জীবন কাহিনি', 'অনুসন্ধান', 'অমানুষ', 'বাঘিনী' ও 'কুয়াশা যখন'।

সাংস্কৃতিক জগতে তাঁর অভিনব অবদানের স্বীকৃতি হিসেবে জীবনে বহু সম্মানে ভূষিত হয়েছেন শক্তিপদবাবু। সাহিত্যে বিশেষ কীর্তির জন্য বিভূতিভূষণ পদক, অমানুষ ছবির চিত্রনাট্যের জন্য অল ইন্ডিয়া লায়ন'স অ্যাওয়ার্ড এবং ২০০৯ সালে হল অফ ফেম সাহিত্যব্রহ্ম শিরোপায় ভূষিত হন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাঁকে বঙ্গ বিভূষণ সম্মান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(ওএস/এইচ/জুন ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test