E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অন্তরার দেহাবশেষ ময়নাতদন্তে মেডিকেল বোর্ড

২০১৭ ফেব্রুয়ারি ০৮ ১৩:৩৯:২৯
অন্তরার দেহাবশেষ ময়নাতদন্তে মেডিকেল বোর্ড

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পারভীন আক্তার লাকি ওরফে অন্তরার (৩৩) কবর থেকে উত্তোলন করা দেহাবশেষ ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদকে প্রধান করে এ মেডিকেল বোর্ড গঠন করা হয়।

মেডিকেল বোর্ডের অপর দুই সদস্য হলেন- ডা. আ খ ম শফিউদ জামান খায়ের ও প্রভাষক কবির সোহেল।ডা. সোহেল মাহামুদ জানান, দুপুরের মধ্যে আশা করি ময়নাতদন্ত শুরু করা হবে।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থান থেকে নায়িকা অন্তরার মরদেহ তোলা হয়।

প্রসঙ্গত, ২০১০ সালের ২৬ মে ব্যবাসয়ী শফিকুল ইসলাম খোকনের সঙ্গে অন্তরার বিয়ে হয়। তাদের ঘরে আইয়ান ইসলাম নামে এক পুত্র সন্তান জন্ম নেয়। ২০১৪ সালের ২ জানুয়ারি অন্তরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৮ জানুয়ারি রাজধানীর মনোয়ারা হাসপাতালে মৃত্যু হয় অন্তরার। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয় বলে তখন জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অন্তরার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয় অন্তরার স্বামী শফিকুল ইসলাম খোকন মিয়ার বিরুদ্ধে।
(ওএস/এস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test