E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিভাবে হলেন আজকের শাহরুখ খান!

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৭:২৯:১৩
কিভাবে হলেন আজকের শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : বলিউডের ঝাঁ-চকচকে জীবনের পিছনে লুকিয়ে এক অন্য জীবনের  কাহিনি। এই নায়কের গল্পটাও সেরকম। আজ এই নায়ক বলিউডের কিংবদন্তী।

নবজাতক শিশুটি বাড়িতে আসতেই তার নাম আবদুল রহমান রেখেছিলেন দাদু। কিন্তু, নামটা পছন্দ হয়নি শিশুটির বাবার। কয়েক দিন কাটতে না কাটতেই নাম বদলে দিয়েছিলেন তিনি। শ্বশুরমশায়ের দেওয়া নাম বদলে নিজেই নাম দিলেন শাহরুখ। এখন যাকে পুরো বিশ্ব চেনে শাহরুখ খান নামে। বলিউডের বাদশা খান।

শাহরুখকে নিয়ে রয়েছে নানা গল্প। যা শুনলে অবাক হতে হয়।। যেমন শাহরুখ তখনও বলিউডে পা বাড়াননি। কলেজে পড়েন। সঙ্গে গ্রুপ থিয়েটারে আর অভিনয়ের প্রশিক্ষণ নেন তিনি। কিন্তু, বাবা মারা যাওয়ায় শাহরুখের কাঁধেই ছিল সংসারের ভার। তাই পড়াশোনার ফাঁকে দিল্লির দরিয়াগঞ্জে একটি ধাবাও খুলেছিলেন তিনি।

শাহরুখ তখন কলেজে পড়েন। ৮০ দশকে দিল্লিতে কনর্সাট করতে এসেছিলেন গজল গায়ক পঙ্কজ উদাস। সেখানে অফিস বয় হিসাবে কাজ করে শাহরুখ ৫০ টাকা আয় করেছিলেন। আর সেই টাকায় তিনি আগ্রাতে তাজমহল দেখতে গিয়েছিলেন।

এখন বলিউডে ছবি করার জন্য শাহরুখ খান কয়েক কোটি টাকার নিচে কথা বলেন না। অথচ, ‘কভি হ্যাঁ কভি না’ ছবিটিতে মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিকপেয়েছিলেন শাহরুখ। ছবির পরিচালক কুন্দন শাহও নিজে পরর্বতীকালে শাহরুখরে ফ্লিম ক্যারিয়ারের লড়াইয়ের কথা বলতে গিয়ে এই খবরের সত্যতা শুধু স্বীকারই করনেনি, সেইসঙ্গে জানিয়েছিলেন ছবিটি করার জন্য তাঁরা ৫ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন বর্তমানের এই সুপারস্টারকে।

‘র্সাকাস’ সিরিয়াল করে শাহরুখ খান তখন বেশ পরিচিতি পেয়েছিলেন। চেষ্টা করেছিলেন বলিউডের সিনেমা করার। আচমকাই তিনি বেশ কয়েকটি অল্প বাজটেরে ছবিতে অভিনয়ের সুযোগ পান। দেরি করনেনি শাহরুখ, একদনিে ৫টি ছবিতে সই করে দিয়েছিলেন। এরমধ্যে ছিল ‘রাজু বন গয়া জন্টেলম্যান’, ‘দলি আসয়ানা হ্যায়’, ‘কভি হাঁ কভি না’, ‘করন র্অজুন’ ‘ডর’ এবং ‘বাজগির’।

রোজ রাতে শুতে যাওয়ার সময় ইস্ত্রি করা পাজামা পরেন শাহরুখ। তাঁর দাবি, স্বপ্নে যদি কারোর সঙ্গে দেখা হয় তার জন্য তিনি এমন করনে। ছোটবলোয় শাহরুখ বেঙ্গলুরুতে থাকতেন। কারণ, তাঁর দাদু সেখানে একটি সংস্থায় ইঞ্জিনিয়ার ছিলেন। পরে দিল্লি এলেও শাহরুখ খানের হিন্দি তেমন সুবিধার ছিল না। তাই তাঁর মা একবার র্শত দেন শাহরুখ হিন্দিতে ক্লাসে সবচেয়ে বেশি নম্বর পেলে তাঁকে হিন্দি সিনেমা। শাহরুখ তাই মায়ের কথা রেখেছিলেনএবং ছেলেকে সঙ্গে করে হিন্দি সিনেমা দেখতে গিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খানের মা।

(ওএস/এসএস/এএস/ফব্রেুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test