E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার শুরু

২০১৭ মার্চ ২৯ ১১:৩০:০৩
শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার শুরু

স্টাফ রিপোর্টার : রাজধানীতে তিনদিনব্যাপী খেলাঘর জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৭ শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

৩০ মার্চ বিকেল ৫টায় দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কবি নির্মলেন্দু গুণ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। মঙ্গলবার শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ। লিখিত বক্তব্য তিনি বলেন, মুক্তিযুদ্ধে চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলে শিশুদের হাসিতে উজ্জ্বল সুন্দর আগামী বিনির্মাণে খেলাঘর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব-২০১৭ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ও জাতীয় সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান পান্না কায়সার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও খেলাঘরের উপদেষ্টা গোলাম কুদ্দুছ, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নুরুর রহমান সেলিম, সায়েরা বেগম, শমী কায়সার, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য গোবিন্দ বাগচী, সুনীল কুমার সরকার মিন্টু, হাফিজুর রহমান মিন্টু প্রমুখ।

(ওএস/এসপি/মার্চ ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test