E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে ৯ম ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

২০১৭ এপ্রিল ০৯ ২২:২০:০৫
রাজধানীতে ৯ম ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

সুপ্রিয় সিকদার : রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ভাওয়াইয়া অঙ্গনের ১ যুগ পূর্তিতে নবম ভাওয়াইয়া উৎসব।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করে প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ও মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক রথীন্দ্রনাথ রায়।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কবি সরকার মাহবুব, মুক্তিযোদ্ধা শিল্পী শিবু রায়, মো. গোলাম মুক্তাদির মুক্তি এবং প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুর রহমান আইনী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা এ. কে এম মোস্তাফিজুর রহমান এবং ভাওয়াইয়া অঙ্গনরে রংপুর শাখার সচিব ও জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী রণজিৎ কুমার রায়।

উৎসবে বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী শরীফা রানীকে ভাওয়াইয়া পদক ২০১৭ প্রদান করা হয়। পদক পাবার পর শরীফা রাণী তার প্রতিক্রিয়ায় বলেন, 'ভাওয়াইয়া অঙ্গনকে ধন্যবাদ। আমাকে ভাওয়াইয়া পদকে ভূষিত করায় তাদেরকে আন্তরিক ধন্যবাদ। দোয়া করি ভাওয়াইয়া অঙ্গনের কল্যাণ হোক। '

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাহস মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষাংশে গানের আবেশ ছড়ান সালমা মোস্তাফিজ, সাজু আহমেদ, মনিফা মোস্তাফিজ, সংগঠনটির রংপুরের শিল্পী রণজিৎ কুমার রায়, মো. আব্দুস সালাম, সৌরভ রায়, জ্যোতি রানী প্রমুখ।

এরআগে, বিকেল ৪টায় সংঘটনটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শিল্পকলা একাডেমি থেকে জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমীতে ফিরে আসে। শোভাযাত্রাটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক মাজহারুল ইসলাম এবং প্রখ্যাত গীতিকার ও সুরকার মতিউর রহমান।

(এসএস/অ/এপ্রিল ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test