E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পকলায় ভাওয়াইয়া গানের আসর

২০১৭ এপ্রিল ১০ ১২:৪৮:৪৯
শিল্পকলায় ভাওয়াইয়া গানের আসর

স্টাফ রিপোর্টার : ‘রংপুর হামার রঙয়ে ভরা রে, আরে ও বন্ধু আইসেন হামার বায়াড়িই…’ গ্রাম-বাংলার মানুষের প্রাণের সংগীত ভাওয়াইয়া গানে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমিতে হয়ে গেলো ভাওয়াইয়া গানের আসর।

উত্তরবঙ্গের প্রাণের এ গানের সংগঠন ‘ভাওয়াইয়া অঙ্গণে’র এক যুগপূর্তি উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পীদের পদক বিতরণ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

এতে প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী রথীন্দ্রনাথ রায়, কবি সরকার মাহবুব, শিল্পী শিবু রায়, ভাওয়াইয়া অঙ্গণের প্রতিষ্ঠাতা শিল্পী একেএম মোস্তাফিজুর রহমান, সংগঠনটির রংপুর বিভাগীয় শাখার সচিব ও ভাওয়াইয়া শিল্পী রণজিৎ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভাওয়াইয়াকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা আকরভূমি রংপুরের এ গানের শিক্ষা, সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার দাবি জানিয়েছেন।

এর আগে ভাওয়াইয়া অঙ্গণের একযুগ পূর্তিতে বিকেলে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন খ্যাতনামা উপস্থাপক মাজহারুল ইসলাম এবং গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান।

আলোচনা শেষে শিল্পী রথীন্দ্রনাথ রায়, এ কে এম মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাজু আহমেদ, লুতু সরকার, রহিমা খাতুন, সাহস মোস্তাফিজ, মনিফা মোস্তাফিজ, মো. সোলায়মান, মো, মোকাদ্দেস আলী ও সুলতানা জামান প্রমুখ গান পরিবেশন করেন।

(ওএস/এসপি/এপ্রিল ১০, ২০১৭)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test