E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ মিনারে লাকী আখন্দের মরদেহ

২০১৭ এপ্রিল ২২ ১২:০৪:৪৮
শহীদ মিনারে লাকী আখন্দের মরদেহ

স্টাফ রিপোর্টার : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কিংবদন্তী সঙ্গীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সেখানে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করছেন।

এর আগে, শনিবার সকাল ১০টায় লাকী অাখান্দের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আরমানিটোলা মাঠে। জানাজায় উপস্থিত ছিলেন লাকী আখন্দের ছেলে সভ্য তারা, গীতিকার আসিফ ইকবালসহ আরমানিটোলার এলাকাবাসী।

প্রথম জানাজা শেষে বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় সম্মান জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অানা হয়। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে লাকী আখন্দকে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আরমানিটোলার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী লাকী আখন্দ। দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।

(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test