E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে তিশা

২০১৭ মে ০৬ ১৪:৪৯:৫৯
রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে তিশা

বিনোদন প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে এনটিভিতে আগামী ৮ মে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘সাধারন মেয়ে’। রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ কবিতার অনুপ্রেরণায় এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল।

এতে মূল ভূমিকা ‘মালতী’ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। এছাড়াও অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, শামস সুমন, তানভীর, মুনমুন আহমেদ, হারুনুর রশীদ, মাজনুন মিজান প্রমূখ।

নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, ‘কবিগুরুর সৃষ্ঠ চরিত্রগুলোতে কাজ করার মতো তৃপ্তি আর কিছুতে নেই। বেশ কয়েকবার রবি ঠাকুরের গল্প-কবিতা নিয়ে নির্মিত নাটকে কাজ করেছি। সেগুলো প্রশংসিত হয়েছে। তবে এটি সরাসরি তার কোনো সাহিত্য থেকে নেয়া চরিত্র নয়। বরং অনুপ্রেরণা বা ছায়া অবলম্বনে বলা যায়। আশা করছি দর্শকদের ভালো লাগবে এই নাটক ও আমার চরিত্রটি।’

পরিচালক পিয়াল বললেন, ‘নাটকের গল্পে দেখা যাবে মালতী একটি জেলা শহরে মঞ্চে নাটক করে। হঠাৎ করেই তার সুযোগ এসে গেল রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে একটি টেলিভিশন নাটকে অভিনয় করার। অভিনয় করতে গিয়ে মালতী তার নিজের জীবনের একটি গল্প ওই নাটকের পরিচালক শ্যামলকে বলেন।

শ্যামল বিস্মিত হয়ে লক্ষ্য করল রবীন্দ্রনাথের ‘সাধারন মেয়ে’ কবিতার মালতীর সঙ্গে বর্তমানের এই মালতীর চিন্তা-ভাবনা-ইচ্ছা এবং মালতীর জীবনে ঘটে যাওয়া ঘটনার অদ্ভুত সাদৃশ্য আছে। রবীন্দ্রনাথ যেন সব যুগের মালতীদের কথা ভেবে ওই কবিতাটি লিখেছেন।’

(ওএস/এসপি/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test