E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে মামলা

২০১৭ মে ১২ ২০:৪৪:১৬
মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি : প্রধানমন্ত্রী সর্ম্পকে বিরুপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় অভিযোগে ভারতের জি বাংলা চ্যানেল এর কমেডি শো মীরাক্কেল ৬ চ্যাম্পিয়ন আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আবু হেনা রনি সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর এলাকার আব্দুল লতিফের ছেলে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে নাট্যকলায় স্নাতোকত্তর পাশ করেছে।

পুলিশ জানায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাগর জলে পা ভেজানো নিয়ে আবু হেনা রনি ব্যঙ্গ করে ফেসবুকে ছবিসহ “তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’’ শিরোনাম সহ বেশকয়েকটি বিরুপ মন্তব্য করে স্ট্যাটাস দেয়। পরে সামাজিক যোগাযোগের অনেক ব্যক্তি বিষয়টি বুঝতে পেরে রনিকে অশ্লীল ভাষায় কমেন্টস করে। এতে এক পর্যায়ে রনি স্ট্যাটাসটি ডিলেট করতে বাধ্য হয়। কিন্তু স্ট্যাটাসের স্কিনশট মিডিয়া পাড়ায় ভাইরাল হওয়ায় বিপাকে পরেন রনি। সে এর আগেও সে বেশ কয়েকবার এধরনের মন্তব্য করে কয়েকটি স্ট্যাটাস দেন। জনপ্রিয় কমেডিয়ান হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে এধরনের মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

মামলার বাদী হাফিজুর রহমান সবুজ জানান, জননেত্রী শেখ হাসিনা,বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এর বাহিরেও তার ব্যক্তিগত জীবন আছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিশেষ মুহুর্তগুলোকে ব্যঙ্গ বা কটুক্তি করা মন্তব্য মেনে নেওয়া যায়না। সেজন্য তার দৃষ্টান্তমুলক শাস্তির জন্য এই মামলাটি দায়ের করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এলএইচ/এএস/মে ১২, ২০১৭)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test