E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শাকিব একটা অর্বাচীন ছাড়া কিছুই নয়’

২০১৭ জুন ২৩ ১৬:২৬:৪৬
‘শাকিব একটা অর্বাচীন ছাড়া কিছুই নয়’

বিনোদন ডেস্ক : সংকটের চরমে ঢাকাই চলচ্চিত্র শিল্প। যৌথ প্রযোজনার নিয়ম ভেঙে কলকাতাকে প্রাধান্য দিয়ে ছবি নির্মাণ নিয়ে বিরোধে দুই ভাগে বিভক্ত ইন্ডাস্ট্রি।

একদিকে চলচ্চিত্র পরিচালক, শিল্পী সমিতিসহ ১৪টি সংগঠন, অন্যদিকে আছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষে অবস্থান নিয়েছেন শাকিব খান, আরিফিন শুভ, রোশান, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, মিষ্টি জান্নাতসহ আরও বেশ কয়েকজন শিল্পী, প্রযোজক, পরিচলক। পাশাপাশি বুকিং এজেন্ট ও হল মালিক সমিতিও জাজের পক্ষে প্রকাশ্যেই অবস্থান নিয়েছে।

কিছুদিন আগে জাজ, বুকিং এজেন্ট ও হল মালিক সমিতির আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নানা কথা বলেন। তার কাফনের আন্দোলন নিয়ে যারা খোঁচা দেন তাদেরকে স্টুপিড বলে অভিহিত করেন। সেইসঙ্গে চিত্র অভিনেতা ফারুককে ইঙ্গিত করে কটু কথা বলেন। এইসব বক্তব্যে ক্ষোভ প্রকাশ করছেন চলচ্চিত্রের মানুষেরা। হচ্ছে সমালোচনাও।

বৃহস্পতিবার (২২ জুন) এই ইস্যুতে মুখ খুলেছেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আলমগীর। তিনি বলেন, `আমি আসলে ফ্যাক্টরির কাজে চলচ্চিত্র পরিবার আন্দোলনে যোগ দিতে পারিনি। আজ (বৃহস্পতিবার) ফ্যাক্টরির কাজ ক্লোজ করে আমি এফডিসিতে এসেছি। অনেক কথা শুনলাম। মনে অনেক কষ্ট পেলাম। শাকিব কেমন করে ইন্ডাস্ট্রি নিয়ে এমন করে কথা বলে? সে মনে হয় এ দেশের চলচ্চিত্রের অনেক কিছুই জানে না। অনেক কিছুই বুঝে না। কে কী, কার সঙ্গে কীভাবে কথা বলা উচিত এই সব জানে না। তাই এভাবে লাগামছাড়া কথা বলে যাচ্ছে।`

তিনি আরও বলেন, `আমি শুনলাম সে নাকি পুরো চলচ্চিত্র পরিবারকে স্টুপিড বলেছে আর ফারুক সাহেবকে নিয়ে হেয়ালিপনা করেছে। শাকিব হয়তো জানে না ফারুক সাহেব কে? ফারুক সাহেব আমাদের বড় ভাই। সে যদি এ রকম বলেই থাকে তাহলে আমি তাকে বলবো সে একটা অর্বাচীন। আর কিছু বলার নেই।`

এছাড়াও আরও বলেন, আমি তাকে তিন তিনবার বিপদ থেকে বাঁচালাম আর সে কিভাবে এগুলো বলে। এটা আমার মাথায় আসে না।

তিনি বলেন, `কখনো শেকড় ভুলে গেলে চলে না। সবাইকে মনে রাখতে হয় কোথায় তার জন্ম, কারা তাকে সফল হতে ভূমিকা রেখেছে। এই শাকিবকে আমি বহুবার বিপদের হাত থেকে রক্ষা করেছি। আর সে আমার ইন্ডাস্ট্রি, আমার ভাই-বন্ধুদের নিয়ে কথা বলে। আমি সহ্য করবো না।`

শাকিব বর্তমানে লন্ডনে আছেন নতুন ছবির শুটিংয়ে। তিনি দেশে ফিরলে তার সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানান নন্দিত অভিনেতা, প্রযোজক ও পরিচালক আলমগীর।

(ওএস/এসপি/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test